ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত ভর্তি হওয়ার চার (Jadavpur Incident) দিন পর হাসপাতালে ছাড়া পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও জটিল হওয়ার পর অসুস্থ ভাস্করকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
বাড়িতেই বিশ্রাম (Jadavpur Incident)
তবে ছাড়া পাওয়ার পরেও আপাতত তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন (Jadavpur Incident) না। চিকিৎসকদের মতে, উত্তেজনা কিংবা মানসিক চাপ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে, তাই আগামী কয়েকদিন তিনি বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ পেয়েছেন।
দুপুর পর্যন্ত সময় (Jadavpur Incident)
এদিকে, যাদবপুরের আন্দোলনরত ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সোমবার দুপুর ১টা পর্যন্ত সময় বেঁধে (Jadavpur Incident) দিয়েছেন। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এগ্জ়িকিউটিভ কাউন্সিল (ইসি) বৈঠকে বসতে হবে। ইসি যদি সদর্থক পদক্ষেপ না করে, তাহলে পড়ুয়ারা প্রশাসনিক ভবনকে অবরোধ করার হুমকি দিয়েছেন। অরবিন্দ ভবনে উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং বিভিন্ন দফতরের অফিস বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের অসুবিধা এড়াতে ‘কন্ট্রোলার অফ এগ্জ়ামিনেশন’ অফিস এবং বৃত্তি বিভাগকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
আরও পড়ুন: Murder in marriage house: বিয়েবাড়িতে খুন কনে পক্ষের আত্মীয়, পন্ড বিয়ের অনুষ্ঠান
আলোচনা চেয়ে ইমেল
শনিবার, উপাচার্য ভাস্কর গুপ্ত পড়ুয়াদের একটি ইমেল পাঠান, যেখানে তিনি তাঁদের সঙ্গে আলোচনা করতে চান। তিনি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ ফিরিয়ে আনার এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আবেদন জানান। একই মর্মে বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন জুটাও।

চলছে জল্পনা
ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য উপাচার্যের এই উদ্যোগের পর পড়ুয়ারা নিজেদের সুর নরম করেছেন। শনিবার কিছু ছাত্র অসুস্থ উপাচার্যকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এখন প্রশ্ন হল, সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে আলোচনা করবেন, না আন্দোলন আরও তীব্র হবে, এই নিয়ে চলছে জল্পনা।