ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কন্নড় অভিনেত্রী রান্যা রাও তার শুনানির সময় ডিআরআই কর্মকর্তাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের সময় তাকে মৌখিকভাবে গালিগালাজ করার অভিযোগ করেন (Ranya Rao Harassment Allegation)। বিশেষ আদালত রাওকে তিন দিনের জন্য ডিআরআই হেফাজতে পাঠিয়েছে, শর্তসাপেক্ষে তাকে ১০ মার্চ আবার আদালতে হাজির করতে হবে।
আদালতে রাণ্যার দাবি – “আমাকে হুমকি দেওয়া হয়েছে” (Ranya Rao Harassment Allegation)
কন্নড় অভিনেত্রী রাণ্যা রাওকে (Ranya Rao Harassment Allegation) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়। আদালতে দাঁড়িয়ে রাণ্যা অভিযোগ করেন যে, রাজস্ব গোয়েন্দা দফতরের (DRI) কর্মকর্তারা তাঁকে প্রশ্নের উত্তর না দিলেই অপমান করতেন এবং হুমকি দিতেন।
১০ মার্চ পর্যন্ত DRI হেফাজতে অভিনেত্রী (Ranya Rao Harassment Allegation)
শুক্রবার আর্থিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত রাণ্যাকে ১০ মার্চ পর্যন্ত DRI-র হেফাজতে পাঠায় (Ranya Rao Harassment Allegation)। সোমবার তাঁকে বিচারপতি বিষ্ণুনাথ সি গৌড়ারের সামনে পেশ করা হয়। তদন্তকারী কর্মকর্তা (IO) আদালতে জানান, রাণ্যকে কোনো ধরনের হয়রানি করা হয়নি। তিনি বলেন, “প্রশ্ন করলে তিনি চুপ করে থাকেন। কোনো উত্তর দেন না। আমরা পুরো জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ড রেখেছি।”
প্রমাণ দেখানোর পরও চুপ ছিলেন রাণ্যা! (Ranya Rao Harassment Allegation)
তদন্তকারী কর্মকর্তা আরও দাবি করেন, “তাঁকে যখন প্রমাণ দেখিয়ে প্রশ্ন করা হয়, তখনও তিনি কোনো উত্তর দেননি। এমনকি আদালতে ঢোকার পর তাঁর আইনজীবীরা তাঁকে কী বলতে হবে, সেই নির্দেশ দিয়েছেন।” এটা শুনে বিচারপতি রাণ্যার আইনজীবীদের প্রশ্ন করেন, তাঁরা কি তাঁর বক্তব্যকে প্রভাবিত করছেন?
“আমাকে মানসিক অত্যাচার করা হয়েছে” – আদালতে কাঁদলেন রাণ্যা
রাণ্যা আদালতে দাবি করেন, “আমি যদি উত্তর না দিই, তাহলে আমাকে হুমকি দেওয়া হয়। বলা হয়, ‘তুমি না বললে কী হবে জানো তো!’” তিনি আরও বলেন, “ওরা আমাকে মারে নি, কিন্তু খুব বাজে ভাষায় অপমান করেছে। এতে আমি প্রচণ্ড মানসিক কষ্ট পেয়েছি।” বিচারক তাঁকে প্রশ্ন করেন, “তোমাকে ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য। তখন কেন এই বিষয়ে অভিযোগ জানাওনি?”
আরও পড়ুন: Fact Check: হিন্দুদের বিয়ে বাড়িতে মুসলিম জনতার হামলা, ভাঙচুর! না, ভিডিওটির সত্য ভিন্ন
“জোর করে কাগজে সই করানো হয়েছে”
রাণ্যা আদালতে জানান, “আমি তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছি। কিন্তু আমাকে জোর করে কিছু কাগজে সই করানো হয়েছে। প্রথমে আমি সই করতে চাইনি, কিন্তু পরে আমাকে চাপ দেওয়া হয়।” তিনি আরও বলেন, “আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি, তাও আমাকে জোর করা হয়েছে। কেন আমার বাড়ির ম্যাপ তৈরি করা হচ্ছে? তার দরকার কী?”
“আমাকে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে”
রাণ্যা কাঁদতে কাঁদতে বিচারকের কাছে অভিযোগ করেন, “ওরা আমাকে কোথায় কোথায় নিয়ে গেছে, আমি জানি না। ওরা আমাকে জোর করে বাধ্য করেছে। আমি সত্যি বলছি, স্যার, এটা ওরা করেছে!” তিনি আরও প্রশ্ন তোলেন, “তদন্তে আইনজীবীরা কেন জড়িত?”
আরও পড়ুন: Kashmir Controversy: ভূস্বর্গে সাদা বরফের মাঝে ফ্যাশন শো, মুখ্যমন্ত্রীর ঘোরতর আপত্তি!0
বিচারকের আশ্বাস – “সবকিছু ভিডিওতে রেকর্ড আছে”
বিচারক তাঁকে বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। তদন্তের সবকিছু রেকর্ড করা হয়েছে। যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তোমার আইনজীবীর মাধ্যমে আবেদন করো।” বিশেষ সরকারি কৌঁসুলি (SPP) আদালতে জানান, “আমরা এমন কোনো তথ্য পাইনি যে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। CCTV ফুটেজ চেক করা যেতে পারে।” তিনি আরও বলেন, “জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্তরা অস্বস্তি বোধ করতেই পারেন, কিন্তু সেটাকে অত্যাচার বলা যায় না।”
২৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাণ্যা, মঙ্গলবার শুনানি
আদালতের শেষ রায় অনুযায়ী, রণ্যকে ২৪ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাঁর জামিনের আবেদনের শুনানি মঙ্গলবার হবে। সরকারি কৌঁসুলিকে জামিনের বিরোধিতা করতে বলা হয়েছে।