ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের বিখ্যাত সংলাপ লেখক সুমিত (Ritabhari Chakraborty) অরোরার সাথে ঋতাভরী (Ritabhari Chakraborty) যে প্রেমের সম্পর্কে রয়েছেন, তা বহু আগেই শোনা গিয়েছিল। তাছাড়া ঋতাভরী সেই খবরে সিলমোহর দিয়েছেন। সুমিতের (Sumit Arora) বাহুলগ্না হয়ে ছবিও পোস্ট করেছিলেন। এবার অভিনেত্রী দিলেন বড় সুখবর। সিদ্ধান্ত নিয়ে নিলেন, এবার বৈবাহিক জীবন শুরু করবেন। বাগদান সেরে ফেললেন সুমিত অরোরার সাথে।
বাকি জীবন ভালোবাসার প্রস্তাবে ‘হ্যাঁ’ (Ritabhari Chakraborty)
১৭ই এপ্রিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বেশ কিছু ছবি অনুরাগীদের সঙ্গে (Ritabhari Chakraborty) শেয়ার করেছেন। যেখানে লিখেছেন, ” অতঃপর, আমি হ্যাঁ বলেছি। পরস্পরকে বাকি জীবনটা ভালোবেসে যাওয়া এবং বিরক্ত করে যাওয়ার প্রস্তাবে আমি হ্যাঁ বলে দিয়েছি। আমি আর আমার মিস্টার রাইটের বাগদান হয়ে গিয়েছে।” ওই পোস্টে এখন শত শত শুভেচ্ছার বন্যা। টলিউডের সেলেব্রিটি, বন্ধুমহল, প্রিয়জন থেকে শুরু করে অনুরাগীর অভিনেত্রীর নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ঋতাভরীর বন্ধুদের সঙ্গে সুমিতের আলাপ (Ritabhari Chakraborty)
গত বছরের দীপাবলীর কথা, সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জন সিলমোহর দিয়েছিলেন (Ritabhari Chakraborty) ঋতাভরী। শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন। বোঝাই যাচ্ছিল, তারা একসাথে ঘরোয়া অনুষ্ঠান উদযাপন করেছেন। গতবছর বড়দিনে অভিনেত্রী তাঁর টলি পাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সুমিতের আলাপ করিয়ে দেন।
গুণী মানুষ সুমিত
সুমিত অরোরা যথেষ্ট গুণী মানুষ। শাহরুখ খানের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো। শাহরুখের ‘জওয়ান’, তারপর ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’ প্রভৃতির ছবির সংলাপ লিখেছেন তিনি। এছাড়াও তাঁর কাজের ঝুলিতে জ্বলজ্বল করছে সোনাক্ষীর সিনহার ‘দাহাড়’ থেকে শুরু করে মনোজ বাজপেয়ীর ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপ।

শীঘ্রই সাত পাকে ঘুরবেন
শোনা যাচ্ছে, অভিনেত্রী খুব শীঘ্রই সাত পাকে ঘুরবেন। শুভ কাজে বেশি দেরি করতে চাইছেন না। ২০২৫ এর ডিসেম্বরে থাইল্যান্ডের ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে। যেখানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ বন্ধুরা। বাঙালি রেওয়াজের পাশাপাশি পাঞ্জাবী মতে হবে বিয়ে। এছাড়া জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের প্ল্যানিংও রয়েছে তাঁর।
আরও পড়ুন: Dilip Ghosh Marriage: চিরকুমারত্বের অবসান, ছাদনাতলায় দিলীপ ঘোষ!
সারা জীবনের বন্ধন
ভালোবাসার টানে কখনও সুমিত মুম্বাই থেকে এসেছেন কলকাতায়। আবার কখনও বা কলকাতা থেকে মুম্বাই গিয়েছেন ঋতাভরী। কিছুদিন আগেই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন, তাদের কয়েকবার ব্রেকআপ হলেও, আবার প্যাচ আপ হয়েছে। সম্পর্কটা এবার বিয়ের দিকে যাবে নাকি আরও একটা ব্রেকআপ অপেক্ষা করছে , সেটা বলা মুশকিল। এবার আংটি বদলের স্নিগ্ধ ছবি প্রমাণ করে দিল, ঋতাভরী এবং সুমিতের সম্পর্ক সারা জীবনের বন্ধন হতে চলেছে।