ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের কৌতুকাভিনেত্রীদের মধ্যে অন্যতম ভারতী সিং (Bharti Singh)। তিনি কমিক টাইমিংয়ের জোরে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। ভারতীকে এখন এক ডাকে সবাই চেনেন। সম্প্রতি তিনি ও তাঁর স্বামী গিয়েছিলেন ছবি দেখতে। ছবি দেখে চোখের জলে ভাসালেন ভারতী! বললেন, “এমন ছবি আগে কখনও দেখিনি। এমন আবেগপ্রবণ ছবি সকলের অবশ্যই দেখা উচিত।”
কী ছবি দেখলেন দম্পতি? (Bharti Singh)
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সইয়ারা’ (Saiyaara)। যেখানে অভিনয় করেছেন আহান পান্ডে (Ahaan Panday) ও অনিত পদ্দা (Aneet Padda)। এই জুটির মেলবন্ধন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। আর এই ছবির কথাই বললেন ভারতী সিং (Bharti Singh)। তিনি ও তাঁর স্বামী হর্ষ ছবিটি দেখতে গিয়েছিলেন। ‘সইয়ারা’ (Saiyaara) একটি অসাধারণ ছবি। ভারতী সিং এই ছবিটি দেখতে দেখতে বেশ কয়েকবার কেঁদেছেন। ছবির শেষটা দেখে তিনি মুগ্ধ। বহু বছর পর মোহিত সুরি একটি সুন্দর ছবি উপহার দিলেন। এক কথায় মুগ্ধ করে দিয়েছেন তিনি, বলে মনে করেন ভারতী।
অভিজ্ঞতা শেয়ার (Bharti Singh)
‘সইয়ারা’ (Saiyaara) ছবি সত্যি দারুণ একটি ছবি। গল্পে নতুনত্বের ছোঁয়া, যা বহু বছর পর দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। এমন ছবি আগে হয়েছে বলে মনে হয় না। ভারতী সিংয়ের (Bharti Singh) কথায়, তিনি কেন এত দেরি করলেন ছবিটি দেখতে? তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে বলেন, “এই ছবি সবার দেখতে যাওয়া উচিত। বিশেষ করে যারা প্রেমে রয়েছেন। তাঁদের খুব ভালো লাগবে।”
আরও পড়ুন: Dhumketu New Song: দেব শুভশ্রীর ধূমকেতু সন্তানতুল্য, আবেগে ভাসাল নতুন গান!
বক্স অফিসে ঝড় তোলা
‘সইয়ারা’ ছবি বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে, বললে খুব ভুল হবে না। কারণ এরই মধ্যে ১৫০ কোটি ব্যবসা করে ফেলেছে এই ছবি। ছবির নতুন অভিনেতা আহান পান্ডে (Ahaan Panday) ও অনিত পদ্দার (Aneet Padda) অভিনয় ও তাঁদের মাধুর্য এতটাই সুন্দর যে ছবির গল্পকে যেন আরও ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। বর্তমান প্রজন্ম এই নতুন জুটির রসায়ন দেখে ভীষণ খুশি। শুধুমাত্র তাই নয়, ছবি দেখে দর্শকেরা কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন। আবার অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কাজ করছে তীব্র আবেগ। হাপুস নয়নে কেঁদে ফেলছেন অনেকেই।
আরও পড়ুন: Pori Moni: আগুনের ভয়ে ৩ দিন হাসপাতালে পরীমনি! প্রকাশ্যে অসুস্থতার কারণ
প্রশংসা করা
এক কথায় ‘সইয়ারা’ বক্স অফিস ছক্কা হাঁকিয়েছে। ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভারতীর স্বামী হর্ষও। এই ছবির দুই নবাগত অভিনেতা অভিনেত্রীকে প্রশংসা করেছেন ভারতী। অনেকেই ‘আশিকির ২’ ছবির সাথে তুলনা করেছেন। আবার অনেকেই মনে করছেন, বলিউডের সুপারস্টারদের পিছনে ফেলে দিয়েছে এই ছবির সাফল্য।