ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিভিক ভলান্টিয়রদের নিয়োগ নিয়ে বড় নির্দেশ প্রধান বিচারপতির। কোন আইনে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে কি যোগ্যতা মান দেখা হয়? তাদের কোথায় কোথায় পোস্টিং দেওয়া হয়। তাদের মাসিক না দৈনিক ভিত্তিতে বেতন দেওয়া হয়, বেতনের পরিমাণ কত এবং এই বেতনের বাজেট কোথা থেকে আসে?
এবং স্কুল হাসপাতাল থানায় এবং কোনও অপরাধমূলক তদন্তের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের যুক্ত করা হয় না তা আগামী শুনানিতে এই সমস্ত বিষয়ে হলফনামা নিয়ে রাজ্যকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।
মঙ্গলবার আরজি কর মামলার ষষ্ঠ শুনানিতে ফের নিরাপত্তা অডিটে জুনিয়র ডাক্তারদের যুক্ত করার দাবি জানালেন আইনজীবী করুণা নন্দী। এই বিষয়ে শীর্ষ আদালতে হলফনামায় রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, প্রতিমুহূর্তে ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
আইনজীবী করুণা নন্দীর দাবি, ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে সিভিক ভলান্টিয়রের নিয়োগ করার সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। তবে করুণা নন্দীর দাবিকে নস্যাৎ করে রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানিয়েছেন যে, প্রাইভেট সিকিউরিটি এজেন্সি রেগুলেশন আইন ২০০৫ অনুযায়ী নিয়োগ হচ্ছে।
আরও পড়ুন: https://tribetv.in/the-high-court-allowed-the-carnival-of-betrayal-of-doctors/
যদিও রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ প্রসঙ্গে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ”পরবর্তী শুনানির দিন, কোন পদ্ধতিতে সিভিক ভলান্টিয়রদের নিয়োগ করা হয়, সিভিক ভলান্টিয়রদের নিয়োগকারী কে, কোন আইন বলে করা নিয়োগ হয়, মোট কত সিভিক ভলান্টিয়র আছে, কোথায় কোথায় তাদের নিয়োগ করা হয়েছে, কীভাবে তাঁদের ভেরিফিকেশন করা হচ্ছে সেই বিষয়ে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে। হাসপাতাল এবং স্কুলের মত সংবেদনশীল জায়গায় সিভিক ভলান্টিয়র নিয়োগ করা যাবে না।”