ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কখনও ‘স্ত্রী’ ছবির জনা, কখনও ‘পাতাললোক’ ওয়েব সিরিজের হাতোরা ত্যাগী রূপে ধরা দিয়েছেন অভিনেতা অভিষেক। তবে আবারও তিনি সিনেমার মুখ্য চরিত্রে ফিরতে চলেছেন। এবার হিন্দি ছবি বা সিরিজ না, বাংলায় দেখা যাবে তাঁকে। কোন চরিত্রে ফিরছেন অভিষেক? কোন ছবিতে অভিনয় করছেন তিনি? ছবিতে কারা কারা থাকছেন?
স্ল্যাশার ছবির বৈশিষ্ট্য (Abhishek Banerjee)
দেবালয় ভট্টাচার্যর (Debaloy Bhattacharya) নতুন বাংলা ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন অভিষেক ভট্টাচার্য (Abhishek Banerjee)। এই ছবিটি দেবালয়ের আগের ছবি ‘পাল্প’ ঘরানার। তাঁর ছবিতে ‘স্ল্যাশার’ ছবির বৈশিষ্ট্য দেখা যাবে। অর্থাৎ সাম্প্রতিক ‘অ্যানিম্যাল’ ছবির উদাহরণ বলা যেতে পারে। দেবালয়ের এই ছবির শেষে পরপর এক বা একাধিক ব্যক্তি খুন হতে দেখা যাবে। অর্থাৎ রহস্যর গন্ধ পাওয়া যেতে পারে ছবিতে। দেবালয় ভট্টাচার্যের (Debaloy Bhattacharya) নতুন ছবি ‘ভুগুণ’ এ দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।
কোথায় হবে শুটিং? (Abhishek Banerjee)
দেবলয় ভট্টাচার্যর এই নতুন ছবির শুটিং শুরু হচ্ছে ৩০ জুলাই (Abhishek Banerjee)। ছবিটির প্রযোজনা করবেন এসভিএফ। শোনা গিয়েছে, ছবির শুটিংয়ের জায়গা খুঁজতে পরিচালক বানতলা, ধান্যকুড়িয়ার মতো শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। এমনকি শোনা গিয়েছে, ছবির জন্য বিভিন্ন স্টুডিওতে ও নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে সেট তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন: Saheb Bhattacharya: সাহেবের গোপন ভিডিও আসল নাকি সত্যি? নিজেই জানালেন অভিনেতা
থাকছেন জনপ্রিয় তারকারা
অভিষেক ভট্টাচার্য (Abhishek Banerjee) হিন্দি সিনেমার তুলনায় বাংলা ছবিতে কাজ করেছেন কম। প্রায় ২৯টি হিন্দি ছবির পর বাংলা ছবিতে পা রাখছেন অভিনেতা। তাই অনুরাগীদের আফসোস ছিল তাঁকে বাংলা ছবিতে কম দেখা যায় বলে। তবে দেবালয়ের এই ছবিতে অভিষেককে মুখ্য চরিত্রে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। তবে দেবালয়ের ছবির সাথে সাথে দেখা যাবে জিৎ অভিনীত অনন্ত সিংয়ের জীবনীতে। অভিষেকের বিপরীতে থাকছেন আরিয়া রায়। এছাড়াও থাকছেন পার্নো মিত্র (Parno Mittra), ঋদ্ধি সেন (Riddhi Sen), লোকনাথ দে (Loknath Dey) ও সুব্রত দত্ত।
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: কাজ নেই, সংসারে দাম্পত্য কলহ! নতুন টানাপোড়েনে সব্যসাচী
দুর্ধর্ষ অ্যাকশন ছবি
বাংলাতে ‘অ্যানিম্যাল’ (Animal) এর মতো অ্যাকশন ছবি আসছে, তা সহজেই বোঝা যাচ্ছে। নতুন ছবিতে মুখ্য চরিত্র অভিষেককে ঘিরে টলিউডের তাবড় তাবড় তারকারা থাকছেন। চরিত্রের জন্য অভিনেতা অভিষেকের প্রস্থেটিক রূপটানও হতে পারে বলে, শোনা গিয়েছে এমনটাই। বাংলা ভাষা ছাড়াও জাতীয় স্তরে আরও চারটি ভাষায় ডাব হতে পারে দেবালয়ের নতুন ছবিটি। যা সর্বভারতীয় স্তরে মুক্তি পাওয়া সম্ভাবনা রয়েছে। বাংলা সিনেমায় দেবালয় – অভিষেকের জুটির অপেক্ষায় দর্শক।