ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির রোহিনী সেক্টর ১৪ -এর প্রশান্ত বিহার এলাকা। রবিবার সকালে দিল্লির সেক্টর ১৪ -এর প্রশান্ত বিহার এলাকার কাছে সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনাটিঘটে।
এদিন সকাল ৭: ৪৭ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে, স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশের দোকানের গ্লাস এবং দোকানের পাশে পার্ক করা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ আরও জানিয়েছে যে, বিস্ফোরণের কারণ জানতে ক্রাইম ব্রাঞ্চ, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং বোম স্কোয়াডের একটি দল এলাকায় গিয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/a-five-year-old-boy-was-rescued-from-an-anthill-with-his-hands-and-feet-tied/
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৭টা ৫০ নাগাদ পিসিআর কলে তাঁদের কাছে বোমা বিস্ফোরণের খবর আসে। সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রওনা দেয়। স্কুলের পিছনের দেওয়ালের দিকে বিস্ফোরণ ঘটে। এলাকায় পোড়া গন্ধ ছড়িয়ে পড়া ও দেওয়ালের ক্ষতি ছাড়া কোনও প্রাণহানি হয়নি বলেই খবর। তবে বিস্ফোরণের তীব্রতায় স্কুলের পাশে থাকা দোকান ও দাঁড়িয়ে থাকা গাড়ির কাচ ভেঙেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/metro-railway-celebrating-its-40-glorious-year/
দিল্লি পুলিশের এক কর্তা বলেন, ”খবর পাওয়া মাত্রই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছয়। বিস্ফোরণে স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলের পাশের দোকান ও দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর কাচ ভেঙেছে। কেউ জখম হয়নি। বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে। দমকলের দলও রয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে।”