ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধূমকেতু’ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ‘ধূমকেতু’র দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটি শুধু ধূমকেতুতেই যে আটকে ,তা বলা মনে হয় ঠিক হবে না । তবে ‘ধূমকেতু’র হাত ধরে দর্শক ফিরে পেয়েছে ১০ বছর আগের হাসিখুশি প্রাণবন্ত সেই দেব – শুভশ্রী (Dev -Subhashree) জুটিকে। যে জুটি ফিরে আসায় অনুরাগী থেকে দর্শক সকলের মনে খুশির জোয়ার এসেছে। কারণ দেব শুভশ্রীর জুটি ফিরে পেয়ে দর্শক যে কতটা খুশি তা বোঝা গিয়েছিল ধূমকেতুর ট্রেলার মঞ্চে। কিন্তু প্রশ্ন উঠছে, এত প্রিয় জুটিকে কেন ফেলে আসা দশ বছরের মধ্যে দেখা গেল না? শুধুই কি ব্যক্তিগত কারণ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?
প্রিয় জুটিকে ভালোবাসা (Dev -Subhashree)
নজরুল মঞ্চে ধূমকেতুর ট্রেলার লঞ্চে ভক্ত থেকে দর্শকের মনে যে দেব শুভশ্রীকে (Dev -Subhashree) নিয়ে আলাদা উদ্মদনা, তা ধরা পড়েছে। ১০ বছর কেটে গেলেও দেব শুভশ্রী জুটিকে কেউ ভোলেনি। হয়ত এই জুটির অপেক্ষায় পথ চেয়েছিল অনুরাগীরা। মঞ্চ হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্স , দর্শকরা বুঝিয়ে দিয়েছে এখনও দেব শুভশ্রীকে কতটা ভালবাসেন তারা।
মঞ্চে দেব শুভশ্রীর চোখ জুড়ানো পারফরমেন্সের সাথে তাঁদের কথোপকথন সবটাই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। সেখানে দর্শকদের কিছু প্রশ্ন তো থাকবেই । কেন এই জুটি এতদিন পর্দার আড়ালে ছিল ? কেনই বা একই ছবিতে অভিনয় করলেন না এই জুটি ? এক বছর কিংবা দু’বছর তো নয় , প্রায় দশ বছর দেখা যায়নি দেব শুভশ্রীকে জুটি হিসাবে।
প্রশ্ন উঠছে বারংবার (Dev -Subhashree)
দেব শুভশ্রী (Dev -Subhashree) জুটির যে কত ভক্ত, তা নতুন করে প্রমাণ দেওয়া নিষ্প্রয়োজন। তাহলে এত বছরে দেব শুভশ্রী জুটির কোনও ছবি কেন আসল না ? দেব শুভশ্রী কি আসতে চাননি জুটি হিসাবে ? নাকি কোনও পরিচালক প্রযোজক তাঁদের ছবিতে জুটি হিসেবে নিতে চাননি দেব শুভশ্রী জুটিকে? তাহলে দেব শুভশ্রী জুটির মতো কোনও গল্প এতদিনে পাওয়া যায়নি ! তবে কি ছবি নির্মাতারা এত প্রিয় জুটিকে ভুলে গিয়েছিলেন ? সবটাই যেন দর্শকের কাছে অধরা থেকে গিয়েছে । তাই তো বারে বারে দর্শকমহল থেকে প্রশ্ন উঠেছে, ধূমকেতুর পর কি নতুন ছবিতে জুটি হিসেবে দেব শুভশ্রীকে দেখা যাবে?
প্রশ্ন করা
অবশ্য দেব শুভশ্রী জুটির প্রসঙ্গে শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) বলেছিলেন , তাঁরা নিজেরাই গুরুত্ব দেননি দেব শুভশ্রী জুটিকে। দর্শক এই জুটিকে টিকিয়ে রেখেছেন। দর্শকের ভালোবাসায় আবারও দেব শুভশ্রী জুটি বাঁধবেন ছবিতে। আর যে কারণেই শুভশ্রী মজার ছলে মঞ্চে কৌশিক গাঙ্গুলিকে ( Kaushik Ganguly) প্রশ্ন করেছিলেন, কেন দেব শুভশ্রীকে নিয়ে কোনও ছবির স্ক্রিপ্ট লেখা হয়নি এত বছরে ।
আরও পড়ুন: Jeetu-Ditipriya: জিতুর বিরুদ্ধে ষড়যন্ত্র? দিতিপ্রিয়ার মাথা ঘোরাচ্ছে অন্য কেউ!
স্ক্রিপ্ট বানানো
মঞ্চে শুভশ্রী গাঙ্গুলী ( Subhashree Ganguly) যখন কৌশিক গাঙ্গুলিকে প্রশ্ন করেছিলেন কেন দেব শুভশ্রীকে কোনও ছবিতে নেওয়া হয়নি বা স্ক্রিপ্ট লেখা হয়নি, তখন দেবও মজার ছলে জানান, আসলে কৌশিক গাঙ্গুলি ( Kaushik Ganguly) বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) নিয়েই ছবি করতে ব্যস্ত। তাই দেব শুভশ্রী জুটিকে দেখা যায়নি পর্দায়। শুভশ্রী মঞ্চে পরিচালকদের উদ্দেশ্যে বলেন, দেব শুভশ্রীকে নিয়ে গল্প তৈরি করতে। সাথে দর্শকদের উদ্দেশ্যে বলেন , আবারও পর্দায় দেখা যাবে দেব শুভশ্রী জুটিকে।