ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আশেপাশে নেই কোনও শুকনো জায়গা। মৃতদেহ সৎকার করতে কয়েক কিলোমিটার জল পেরিয়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে শ্মশানে। ফের জলযন্ত্রনার শিকার বানভাসি ঘাটালের মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যান যেন ঘাটালবাসীর কাছে এখনও ‘সোনার পাথর-বাটি’।
চলতি বছরের বন্যার সমস্যায় এমনিতেই জেরবার ঘাটালবাসী (Ghatal flood)। তার মধ্যে মৃতদেহ সৎকার আরও বেশি যন্ত্রণাদায়ক, প্লাবিত এলাকার মানুষদের কাছে। ঘাটালের জল যন্ত্রণার আরেক চিত্র। বানভাসি ঘাটালের পরিস্থিতি এমন, যে কেউ মারা গেলে তা সৎকার করার জন্য শুকনো জায়গা খুঁজতে জল এড়িয়ে পাড়ি দিতে হয় বেশ কয়েক কিলোমিটার। এমনই দুর্দশা চিত্র দেখা গেল ঘাটালের আচার্য পল্লী এলাকায়।
আরও পড়ুন: দানার প্রভাবে চরম ক্ষতি! আদৌ মিলবে কী ক্ষতিপূরণ? আশঙ্কায় কৃষকরা
ঘাটালের আচার্য পল্লী এলাকায় গতকাল রাত্রে মারা যান কিরিটি রঞ্জন আচার্য নামের এক বৃদ্ধ। কিন্তু সেই মৃতদেহ সৎকার করতে শুকনো জায়গা খুঁজতে রীতিমতো বেগ পেতে হয় মৃতের পরিবারের লোকজনকে। মৃতের পরিবারের সদস্যরা জানান, জলযন্ত্রণা এমনিতেই তারা ভোগ করছেন। তার ওপর আরও বাড়তি সমস্যা হল মৃতদেহ সৎকার। যে স্থানে মৃতদেহ সৎকার করা হয় সেখানে পৌঁছান কার্যত অসম্ভব। তাই জলপেরিয়ে কয়েক কিলোমিটার হেঁটে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে শ্মশানে।