ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘সিংঘম এগেন’ (Singham Again) নাকি ‘ভুলভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3), কে কাকে টক্কর দিচ্ছে (Singham Again vs Bhool Bhulaiyaa 3)? ব্যবসায় এগিয়ে কে? বক্স অফিসে (box office) কার আয় বেশি? রবিবারটা (sunday) দুই সিনেমার জন্যই খুব একটা ভালো গেল না। কিন্তু আয়ও কম হয়নি। দিওয়ালিকে (Diwali) কাজের লাগিয়ে দুটি ছবি কিন্তু ১০০ কোটির ঘর ছাড়িয়ে গিয়েছে।
কিন্তু যতটা আশা করা হয়েছিল, ঠিক ততটা ব্যবসা করতে পারল না । দিওয়ালিতে যে ঝড়টা তুলেছিল রবিবার এসে, সেই গতি কিছুটা হলেও স্লথ হল। এটা ঠিক যে, ২০২৪ এর দিওয়ালির বক্স অফিসের টক্করটা ছিল দেখার মত (Singham Again vs Bhool Bhulaiyaa 3)। গুঞ্জন শোনা গিয়েছিল, পিছিয়ে যাবে ‘সিংঘম এগেন’ এর মুক্তি। যদিও তা হয়নি রোহিত শেট্টি ও তাঁর টিম কিন্তু ভুলভুলাইয়াকে পিছনে ফেলে দিল। মানুষ এখন অজয় দেবগনের (Ajay Devgan) কপ ড্রামা বেশি দেখছে।
বক্স অফিস সংগ্রহ (Singham Again vs Bhool Bhulaiyaa 3)
আপাতত বক্স অফিসের সংগ্রহ বলছে, এগিয়ে রয়েছে অজয় দেবগনের সিনেমা (Singham Again vs Bhool Bhulaiyaa 3)। যেখানে অজয় দেবগনের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অর্জুন কাপুর (Arjun Kapoor), রণবীর সিং (Ranbir Singh) আর করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। এছাড়াও বলিউডের (Bollywood) বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী।
আরও পড়ুন: Kanchan Mullick: কালীপুজোর পরেই সুখবর, কন্যা সন্তানের বাবা হলেন কাঞ্চন
প্রথম সিংঘম (Singham Again vs Bhool Bhulaiyaa 3)
মনে পড়ে ২০১১ সালের কথা? মুক্তি পেয়েছিল সিংঘম (Singham)। প্রধান চরিত্রে ছিলেন অজয়। এছাড়াও দেখা গিয়েছিল কাজল আগরওয়াল এবং প্রকাশ রাজকে। রীতিমত সুপারহিট। ২০১৪ সালে এল সিংঘম রিটার্ন্স (Singham Returns)। সেটাও হিট। স্বাভাবিক ভাবেই সিংঘম এগেইন নিয়ে দর্শকের পাশাপাশি এই সিনেমার টিম ভীষণভাবে আশাবাদী।
রবিবার পর্যন্ত লাভের অঙ্ক
যদি গত রবিবার পর্যন্ত এই দুই সিনেমা আর লাভের অঙ্কের হিসাব করেন, গোটা বিশ্বজুড়ে ভুলভুলাইয়া তিনের সংগ্রহ হয়েছে ১০৭ কোটি টাকা। প্রথম দিন ব্যবসা ভালো করলেও কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) এই হরর কমেডি রবিবার এসে যেন একটু থমকে গেল। তৃতীয় দিনে আয় ৩৩.৫ কোটি টাকা। অথচ শনিবার আয় করেছিল ৩৭ কোটি। শুক্রবার আয় করেছিল ৩৫.৫ কোটি।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কার্তিকের সাফল্য
যদিও এই সাফল্য কার্তিক আরিয়ানের জন্য কম নয়। কারণ তার কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছেন এই সিনেমার মাধ্যমে। কার্তিক, বিদ্যা বালান (Vidya Balan), মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) অভিনীত এই ছবি নিয়ে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কারোর কাছে ভালো লেগেছে , আবার কারোর কাছে খারাপ। অনেকে এই ছবিটিকে কমেডির চোখে দেখছেন, আবার অনেকে হরর মুভির অ্যাঙ্গেলে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ভুলভুলাইয়া। যেখানে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার আর বিদ্যা বালান। ২০২২ সালে আসে ভুলভুলাইয়া ২। যেখানে দেখা যায় কিয়ারা আদবানি, টাবু আর কার্তিক আরিয়ানকে।
আরও পড়ুন: Shah Rukh Khan Birthday 2024: জন্মদিনে আড়ালে কিং খান, অধীর অপেক্ষায় ভক্তরা! হঠাৎ কী এমন হল?
কত ব্যবসা সিংঘমের
আর যদি বলেন এই বিগত তিন দিনে সিংঘম এগেন কত আয় করল? হিসাব অনুযায়ী এই তিন দিনে ভারতে এই ছবির মোট সংগ্রহ ১২১ কোটি টাকা। আর বিশ্বব্যাপী সংগ্রহের কথা বললে, প্রায় ১২৫.২ কোটি টাকা। শুক্রবার আয় করেছে ৪৩.৫ কোটি। আর শনিবার আয় করেছে ৪২.৫ কোটি টাকা। আর রবিবার ৩৫ কোটি টাকা। আপাতত টাকার হিসেবে ভুলভুলাইয়া ৩ কে পিছনে ফেলে দিল সিংঘম এগেন।