ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবাসের বাড়ির আশায়, বুক বাঁধছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলি। দানার প্রভাবে প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টির জলেই বন্যা। বন্যার জল সরতেই বেরিয়ে আসছে একের পর এক এলাকার কঙ্কালসার চেহারা। একাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেই বাড়িতেই জীবনের ঝুঁকি নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হেলে পড়া ভেঙে যাওয়া মাটির বাড়িতেই ফের সংসার পাততে ব্যস্ত ওরা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের আগরা পাড়া গ্রামেও অন্যান্য জায়গার মতো বন্যায় ক্ষতির করুণ ছবি উঠে এল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার আগরা পাড়া গ্রামেই ৭০ টি মতো মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে, স্থানীয় মানুষজনের দাবি ৮ টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দিন-দরিদ্র মানুষগুলোর দাবি কেন্দ্রের আবাস যোজনা তালিকায় আগে তাদের ছিল নাম। ভেবেছিল হয়তো এবার পাকার বাড়ি পাবে কিন্তু মেলেনি পাকা বাড়ি। আবার শোনা যাচ্ছে, রাজ্য সরকার দেবে আবাসের (Awas Yojana) বাড়ি সেই দিকেই তাকিয়ে হতদরিদ্র এই মানুষগুলো।
আরও পড়ুন: Kaliachak: যুগলকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর! উদ্ধার করতে গিয়ে আহত পুলিশ
আরও পড়ুন: Harassment: ক্যাব চালকের হেনস্তার মুখে মহিলা জুনিয়র ডাক্তার, তদন্ত শুরু পুলিশের
যদিও অন্যান্য জায়গায় আবাসের তালিকা তৈরির কাজ শুরু হলেও, পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন থাকার জন্য এখনো শুরু হয়নি আবাসের তালিকা। চন্দ্রকোনা দূর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন এই বন্যায় শুধুমাত্র চন্দ্রকোনা ২ নম্বর ব্লকে ২০৫ টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ৩৯টি মাটির বাড়ির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সুযোগ-সুবিদের আশায় পথ চেয়ে দিন কাটাচ্ছে।