ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিখ্যাত প্রেমের স্মারক তাজ মহল এবং শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান, অমৃতসরের স্বর্ণ মন্দির বিষাক্ত কুয়াশায় (Delhi Air Quality) ঢাকা পড়েছে। বৃহস্পতিবার কুয়াশা এতটাই ঘন ছিল যে কয়েকটি স্থান থেকে তা দেখে চেনা যাচ্ছিল না। পাশাপাশি এই স্মগের কারণে বিমান চলাচলেও দেরি হয়েছে।
সবথেকে দূষিত লাহোর (Delhi Air Quality)
শীতকালে এই অঞ্চলে ধুলো, নির্গমন এবং ভারতের পঞ্জাব ও হরিয়ানা রাজ্যে অবৈধভাবে পোড়ানো খড় থেকে উদ্ভূত ধোঁয়ার (Delhi Air Quality) কারণে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে পাকিস্তানের লাহোর শহর।
দেখা যাচ্ছিল না তাজমহল (Delhi Air Quality)
আগ্রা শহরে তাজমহলকে সামনের উদ্যান থেকে প্রায় দেখা যাচ্ছিল না এই স্মগের (Delhi Air Quality) কারনে। আর পঞ্জাবের স্বর্ণ মন্দিরে পূণ্যার্থীরা ঘন কুয়াশায় ঢাকা পড়ে ছিলেন বলে টেলিভিশনের ফুটেজে দেখা গিয়েছে।
আরও পড়ুন: Sea Vigil-24: শুরু হচ্ছে সি ভিজিল ২০২৪! আরও বড় প্রতিরক্ষা মহড়ার চতুর্থ সংস্করণ
বিমানে বিলম্ব
দিল্লির ফ্লাইটগুলোতে বিলম্ব ঘটেছে। বিমান ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24 দেখিয়েছে যে ৮৮ শতাংশ বিমান ছাড়ার ক্ষেত্রে এবং ৫৪ বিমান অবতরণের ক্ষেত্রে দেরিতে চলছে।
দূষণ মূল কারণ
কর্তৃপক্ষ উচ্চ মাত্রার দূষণ, আর্দ্রতা, বাতাসের চলাচলের অভাব এবং তাপমাত্রা কমার জন্য এই স্মগকে দায়ী করেছে। এ স্মগের কারণে বুধবার দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা ৩০০ মিটার (৯৮০ ফুট) পর্যন্ত কমিয়ে দিয়েছে এবং শূন্য দৃশ্যমানতার কারণে বহু বিমানকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে বিভিন্ন সংস্থা।
হাসপাতালে ভিড়
বয়স্ক মানুষ এবং বিশেষ করে শিশুরা এই কারণে সমস্যায় পড়েছে। অন্য সময়ের তুলনায় অনেক বেশি রোগী হাসপাতালে ভিড় করছেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কী বলছেন চিকিৎসকরা
পঞ্জাবের ফাজিলকা অঞ্চলের শিশুরোগ বিশেষজ্ঞ সাহাব রাম সংবাদ সংস্থা ANI-কে বলেছেন, “শিশুদের মধ্যে হঠাৎ করে অ্যালার্জি, কাশি ও সর্দির সংখ্যা বৃদ্ধি পেয়েছে… এবং তীব্র হাঁপানির আক্রমণের পরিমাণ বেড়েছে।”
তাপমাত্রা
বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস (৬৩ ডিগ্রি ফারেনহাইট) থেকে কমে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস (৬১°F) হয়েছে। আবহাওয়া দফতরের কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।
দূষণের পরিমাণ
এই নিয়ে টানা দ্বিতীয় দিন দিল্লির দূষণের মাত্রা ‘গুরুতর’ বিভাগে পৌঁছেছে। শীর্ষ দূষণ প্যানেল দ্বারা নির্দিস্ট বায়ুর মান সূচকে দিল্লির স্কোর ছিল ৪৩০। এই সূচকে শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভাল’ হিসেবে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: Swiggy IPO: কর্মচারী থেকে কোটিপতি! সুইগির আইপিও-তে লাভের মুখ দেখবেন বহু বিনিয়োগকারী
শুক্রবারে কী হবে
শুক্রবার দিল্লির দূষণ ‘গুরুতর’ বিভাগে থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে ‘গুরুতর’ থেকে ‘খুব খারাপ’ স্তরে উন্নতি হবে বলে আর্থ সাইন্স মন্ত্রক জানিয়েছে। অর্থাৎ এই স্কোর হবে ৩০০ থেকে ৪০০-র মধ্যে।
খড় পোড়ানো
উত্তর ভারতের ফসলের মাঠ পরিষ্কার করার জন্য খড় পোড়ানোর সংখ্যা এই সপ্তাহে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। সোমবারের ১২০০ থেকে বুধবার প্রায় ২৩০০-এ পৌঁছেছে। মন্ত্রকের ওয়েবসাইটে দেখানো তথ্য থেকে এই খবর জানা গিয়েছে।
বিশ্বের সবথেকে দূষিত শহর
পাকিস্তানের পূর্ব পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরকে বৃহস্পতিবারের লাইভ র্যাঙ্কিংয়ে সুইস গ্রুপ IQAir বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে রেট করেছে।