ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক বার হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা সামনে এসেছে। বাংলাদেশে মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত যে চরমে রয়েছে তা আবারও সামনে আসলো। বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে (Krishnadas Prabhu Arrest) রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার করলো মহম্মদ ইউনুসের পুলিশ। বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার ঢাকা বিমানবন্দরে বাংলাদেশ কতৃপক্ষ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে (Krishnadas Prabhu Arrest) গ্রেফতার করার পর কোনও এক অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।
ভারতের দাবি (Krishnadas Prabhu Arrest)
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র অ্যাডভাইজার কাঞ্চন গুপ্তা এক্স হ্যান্ডেলে একটি পোস্টে দাবি করেছেন, “নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কৃষ্ণদাসকে (Krishnadas Prabhu Arrest) গ্রেফতার করেছে”।
আরও পড়ুন: Dhaka: ফের উত্তপ্ত পড়শি দেশ, দুই কলেজের পড়ুয়াদের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা
সভায় নেতৃত্ব কৃষ্ণদাসের (Krishnadas Prabhu Arrest)
তিনি আরও বলেন, “মুসলিমদের তরফে হিন্দুদের লক্ষ্য করে ঘৃণ্য হামলা চালানো হচ্ছে, এই অভিযোগে হিন্দুদের তরফে একটি বিশাল সভার নেতৃত্ব দেওয়ায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর (Krishnadas Prabhu Arrest) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বড় এই নেতাকে ইউনুস সরকারের গোয়েন্দা শাখা নিয়ে গেছে।”
তিনি আরও বলেন,কৃষ্ণদাস প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী একজন হিন্দু নেতা এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ISKCON)-এর সদস্য।“
একাধিক আক্রমণের খবর
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে এর আগেও একাধিক বার আঘাত করার চেষ্টার খবর সামনে এসেছে। গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে এসে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন। তারপর থেকেই কার্যত জ্বলতে শুরু করে গোটা বাংলাদেশ। আইন ব্যাবস্থা দখল করে নেয় মৌলবাদী শক্তি।
অন্তর্বর্তী সরকার
এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনুস। তার শাসনে এই মৌলবাদী শক্তি আরও শক্তিশালী হয়। এমনকি বাংলাদেশের ইস্কন মন্দিরেও হামলার ঘটনা ঘটে। তার প্রতিবাদে সরব হন সেই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। রাস্তায় নেমে আন্দোলনেও সামিল হয়। একাধিক জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা সামনে আসে। যার প্রতিবাদে পথে নেমেছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জনগণ।
গ্রেফতারীর সম্ভাবনা ছিল
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জনগণকে ঐক্যবদ্ধ করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। আর এরই মধ্যে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সন্দেহ প্রকাশ করেছিলেন তাঁকে গ্রেফতার করতে পারে বাংলাদেশ পুলিশ। আর এবার একেবারে সেই সন্দেহই বাস্তবেও সত্যি হল। সোমবার ঢাকা বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করলো বাংলাদেশ পুলিশ। তার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ থাকার কারনে তিনি বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ কতৃপক্ষ।