ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), বিয়ে করেছেন জাহির ইকবালকে (Zaheer Iqbal)। কিন্তু সোনাক্ষীর মা জামাইকে একদমই পছন্দ করেন না। হঠাৎ করেই বেফাঁস মন্তব্য করে দিলেন। বললেন, “এমন একজনকে বিয়ে করল মেয়েটা…..”। কিন্তু কেন এমন বললেন তিনি?
কপিল শর্মার শোতে পরিবার (Sonakshi Sinha)
সম্প্রতি স্বামী জাহির ইকবাল, বাবা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) আর মা পুনম সিনহাকে (Poonam Sinha) নিয়ে ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ (The Great Indian Kapil Show) তে অংশ নেন অভিনেত্রী সোনাক্ষী (Sonakshi Sinha)। অভিনেত্রীর মা পুনম হঠাৎ বলেন, “আমার মা বলেছিলেন, যে তোমাকে সবচেয়ে বেশি ভালবাসে, তাকেই বিয়ে করো। আমি সেটা শুনেছি, করেওছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? ও যাকে বেশি ভালোবাসে তাকে গিয়েই বিয়ে করল।” তার মানে কি এটা বলতে চাইলেন? যে ইকবাল সোনাক্ষীকে অতটাও ভালোবাসেন না?
অস্বস্তিতে অভিনেত্রী (Sonakshi Sinha)
পুনমের হঠাৎ এহেন কথায় কিছুটা অস্বস্তিতেও পড়েছেন সোনাক্ষী (Sonakshi Sinha)। সত্যি কথা বলতে, পুনম ওপেনলি তাঁর জামাই জাহিরকে একটু কটাক্ষ করলেন। অপরদিকে অভিনেতার মুখ ছিল দেখার মতো। যদিও পুরো পরিস্থিতিটা সঙ্গে সঙ্গে সামলে নিয়েছেন সোনাক্ষী। সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছেন।
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: ছোট পর্দা থেকে উধাও সব্যসাচী, হাজির পরিচালক হিসেবে
কী বললেন সোনাক্ষী (Sonakshi Sinha)
অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা নিয়ে বিতর্ক রয়েছে। জাহির ইকবাল মনে করেন, সেই সোনাক্ষীকে বেশি ভালোবাসেন। আরে ভালো বাসা বাসির খেলায় এই বিষয়টার নিষ্পত্তি কিভাবে হবে, সেটা জানা নেই।
প্রেম নিয়ে খোলাখুলি কথা
এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, তিনিই প্রথম জহিরকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন। সোনাক্ষীর কথায়, “আমি প্রথম জাহিরকে বলি যে, আমি ওকে ভালবাসি। শুধু তা-ই নয়, জাহিরকে বলেছিলাম, আমি ওকেই বিয়ে করব, ওর পছন্দ হোক বা না হোক।” সলমন খানের বাড়ির পার্টিতে প্রথম আলাপ হয় সোনাক্ষী-জাহিরের। সলমনই নাকি ছিলেন তাঁদের বিয়ের ঘটক।
আরও পড়ুন: DON 3: বারবার পিছচ্ছে ‘ডন থ্রি’ এর শুটিং, শাহরুখের বদলে রণবীরকে নিতেই বিপত্তি!
আলাদা ধর্ম
সোনাক্ষী আর ইকবালের ধর্ম আলাদা হওয়ার কারণে, তাদের বিয়ের আগে নানান গুঞ্জন উঠেছিল। অনেকে এও বলেছিলেন, এই সম্পর্ক বেশিদিন টেকার নয়। হয়ত খুব দ্রুতই ভেঙে যাবে। কিন্তু তা মিথ্যে করে দিয়েছেন সোনাক্ষী। প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়ের পিঁড়ি পর্যন্ত।
ট্রোলের জবাব
বিয়ের সময় নানান ভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোলড হতে হয়েছে। বাড়ির সদস্যরা প্রথমে মেয়ের বিয়েতে খুব একটা রাজি ছিল না। যার কারণে বিশেষ করে নেটিজেনরা মন্তব্য করার সুযোগ পেয়েছিলেন। তবে নেটিজনদের মুখে কুলুপ এঁটে বারংবার হাসিমুখে এক ফ্রেমে দেখা গিয়েছে সোনাক্ষী আর ইকবালকে। তাঁদের দেখে স্পষ্ট বোঝা যায়, এই তারকা দম্পতি তাঁদের বৈবাহিক সম্পর্কে বেশ খুশি রয়েছেন। আর মেয়ে খুশি থাকলে বাবা-মা’ও খুশি। অভিনেতা শত্রুঘ্ন জামাইকে মেনেও নিয়েছেন।