ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের চেয়ারে বসে টাকা নিচ্ছেন খোদ পঞ্চায়েত প্রধান! ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা। ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির! তবে ভিডিয়োর সত্যতা মিললে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির।
তৃণমূল নেতাদের বিরুদ্ধে বারবার কাটমানি নেওয়ার অভিযোগ তোলে বিরোধীরা। এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই শাসক দলকে করা নিশানা গেরুয়া শিবিরের নেতৃত্বের। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা ডিজিটাল। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শালবনি ব্লকের ৪ নম্বর বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতোর হাতে টাকা দিচ্ছেন এক ব্যক্তি।
আরও পড়ুন: https://tribetv.in/oil-mine-ashokenagar-central-waiting-for-state-approval/
এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও চক্রান্তের তত্ত্ব খাড়া করেছে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস কটাক্ষ করে বলেন, ”এই ভিডিওতেই কাটমানি নেওয়ার প্রমাণ মিলছে। তৃণমূলের সংস্কৃতি তারা কাটমানি ছাড়া এগোয় না, এখানেও সেই সংস্কৃতিই দেখা গিয়েছে। বাকিবাঁধের মানুষ বিচার করুক তারা কাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।”
আরও পড়ুন: https://tribetv.in/more-than-five-lacs-women-are-included-in-wb-government-laxmir-bhandar-scheme/#
এদিকে ঘটনা প্রকাশ্যে আসতে অস্বস্তিতে শাসকদল। মেদিনীপুর সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা জানিয়েছেন, তাঁর কাছ থেকে দলের তরফে পুরো বিষয় জানতে চাওয়া হবে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দলীয়স্তর ও প্রশাসনিকস্তরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।