Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্পর্ক অপূর্ণ থাকলেও, ভালোবাসা অত্যন্ত গভীর হয়। সেটা বারংবার প্রমাণ করেছেন বলিউডের (Bollywood ) রেখা (Rekha)। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তাঁর যে একটা আত্মিক টান রয়েছে। তিনি বারবার তা অকপটে স্বীকার করেছেন। সেই স্বীকারোক্তিতে কোনও দ্বিধা রাখেননি।
এখনও তিনি ‘কৌন বানেগা ক্রোড়পতি’র (Kaun Banega Crorepati) প্রত্যেকটি এপিসোড দেখেন। সেখানে খুঁটিনাটি কে কী বলছে, কে কোন সংলাপ বলছে, সেটিও তিনি মনে রাখেন। এটা কোনও বানানো কথা নয়। প্রমাণিত হয়ে গেল কপিল শর্মার (Kapil Sharma) শো’য়ে।
অবাক কপিল (Rekha)
‘কৌন বানেগা ক্রোড়পতি’তে একবার কপিল শর্মা এসেছিলেন। তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনের যে সমস্ত কথা হয়েছে, সেই কথা হুবহু বলে দিচ্ছেন রেখা (Rekha)। শুনে কপিল শর্মা একদম অবাক। সত্যি কি তাহলে রেখা এখনও অমিতাভকে মিস করেন? যার কারণে অমিতাভের প্রত্যেকটি শো তিনি একেবারে মিস করতে চান না! তাছাড়া বলিউডের এই জুটিকে নিয়ে চর্চা তো আর কম নেই।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: সলমন ঐশ্বর্যার পাশে দাঁড়াক! বিপদের দিনে ভাইজান কি হাত বাড়াবেন?
সামনে এসেছে টিজার (Rekha)
সম্প্রতি কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ২’ তে অতিথি হিসেবে শীঘ্রই দেখতে পাবেন রেখাকে (Rekha)। ইতিমধ্যেই টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে রেখা যা বললেন তা তো দেখে অবাক অনেকেই। দেখা যাচ্ছে, রেখা এবং কপিল দুজনেই অমিতাভ বচ্চনের ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শো নিয়ে আলোচনা করছেন। এক্ষেত্রে নেটিজেনদের মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তাহলে কি আজও প্রতিমুহূর্তে অমিতাভকে ভীষণ মিস করছেন রেখা?

অবাক অমিতাভ
কপিল শর্মা একটি অভিজ্ঞতা শেয়ার করেন। ‘কৌন বানেগা ক্রোড়পতি’তে গিয়ে তিনি অমিতাভ বচ্চনকে নকলও করেছিলেন। সেই সময় কপিলের মা সামনের সারিতে বসে ছিলেন। কপিল শর্মার ট্যালেন্ট দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। তখন কপিলের মাকে জিজ্ঞাসা করেছিলেন, “দেবীজী আপনি কী খেয়ে এই সন্তানের জন্ম দিয়েছেন?” এর উত্তরটা কপিলের বলার কথা ছিল। কিন্তু কপিল কিছু বলার আগেই, রেখা সেই উত্তর দিয়ে দিলেন। বললেন, “ডাল রুটি”। আর এই কথা শুনে কপিল তো অবাক। বললেন, এটাই তাঁর মায়ের উত্তর ছিল। রেখা সবাইকে অবাক করে দিয়ে আরো বললেন, “আমাকে যদি জিজ্ঞাসা করো, ওই এপিসোডের তোমার প্রতিটি সংলাপ আমার মনে আছে”।
আরও পড়ুন: Vikrant Massey: অভিনয় ছাড়ছেন বিক্রান্ত! মাত্র ৩৭ বছরেই জানালেন আলবিদা
এখনও আছে ভালোবাসা
একবার ভাবুন তো, একটি শো ঠিক কতটা মন দিয়ে দেখলে তবেই একজন প্রতিযোগীর সংলাপ পর্যন্ত মনে থাকে । রেখা ঠিক সেভাবেই “কৌন বানেগা ক্রোড়পতি” মন দিয়ে দেখেন। এটা প্রমাণ হয়ে গেল। না হলে এভাবে মনে থাকার কথা নয়। এই প্রথমবার রেখাকে নেটফ্লিক্সের কোনও শোতে দেখতে পাবেন। যেখানে তাঁর জীবনের নানান ভালো মুহূর্ত থেকে শুরু করে অজানা বিষয় উঠে এসেছে।