ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় পয়সা রোজগার করছ, আর বাংলা গান শুনবে না বলছ। এইসব ভন্ডামি গুলো কোরো না।” স্টেজ থেকে হঠাৎ রেগে গিয়ে এই কথাগুলো বললেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বাংলায় দাঁড়িয়ে বাংলা গান শুনবেন না বলেন এক শ্রোতা। শ্রোতার অদ্ভুত জোরজুলুম। স্বাভাবিক ভাবেই, শ্রোতার অন্যায় আবদারে ক্ষুব্ধ সঙ্গীত শিল্পী।
প্রতিবাদ ইমনের (Iman Chakraborty)
প্রতিবাদী কন্ঠে রীতিমত গর্জে উঠলেন ইমন (Iman Chakraborty)। স্টেজ থেকেই বললেন, “হাতে তুলে বলো কে বাংলা গান শুনবে না? অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। এই স্টেজটার নাম বাংলা। সুতরাং মারাঠি পাঞ্জাবি গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। কিন্তু তুমি কে হে? যে এত বড় সাহস! বলছ বাংলা গান শুনবে না! যদি সাহস থাকে, ওকে স্টেজে পাঠাও। দেখি, ওর কত বড় সাহস আছে। এসব করো না। এসব ভন্ডামি গুলো করো না। এর আগে একটা বাংলা গান গেয়েছি। আর একটা বাংলা গান গাইবো। দেখি কী বলে। একটা গান গেয়েছি, গানটা অস্কারে গেছে ভাই”।
কোথায় হল ঘটনা (Iman Chakraborty)
শুক্রবার রাজারহাটের একটি অনুষ্ঠানে হঠাৎ করেই অন্যায় আবদার করা হয়। বাংলা গান শুনবে না। হিন্দি গান শুনবে। আর শ্রোতাদের ভিড় থেকে অন্যায় আবদার শুনে সঙ্গীত শিল্পী ইমন (Iman Chakraborty) ভীষণ রেগে গেলেন। এভাবেই কড়া ভাষায় তিনি প্রতিবাদ করলেন। তাও আবার ঝাঁঝালো কন্ঠে। দাবানলের গতিতে গায়িকার এই প্রতিবাদের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। টিসিএসের ডাকে রাজারহাটে মঞ্চে গান গাইছিলেন তিনি। আর তখনই “বাংলা গান শুনবো না” বলে অন্যায় আবদার শুনে তিনি আর চুপ করে থাকতে পারলেন না।
আরও পড়ুন: Adrit Roy: সিনেমার অফার ফিরিয়ে ধারাবাহিককেই বাছলেন আদৃত! কিন্তু কেন?
ভিড়ের দাবি
ইমন যখন এই কথাগুলো বলছিলেন, ভিড়ের মধ্যে থেকে অনেকেই বলছিলেন, যিনি এমন অন্যায় দাবি করেছেন তাকে বের করে দাও। এই তো কিছুদিন আগের ঘটনা। বাংলায় বাংলা ভাষা বলেছিলেন এক মহিলা। সেই ঝামেলার সময় এক হিন্দিভাষী ওই বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দিলেন। বেশিদিন হয়নি। তার মধ্যেই শহরতলীর এই অনুষ্ঠানে ইমন চক্রবর্তীকে বাংলা গান গাওয়া নিয়ে আপত্তি জানালো। যদিও তিনি থেমে থাকেননি। বরং কড়া ভাষায় তার যথাযথ উপযুক্ত জবাব দিয়েছেন। সত্যি তো! বাংলায় থেকে, বাংলায় চাকরি করে, বাংলায় আয় করে, কেউ যদি বলেন বাংলায় গান শুনবেন না। বিষয়টা পশ্চিমবঙ্গের প্রত্যেক বাঙালির কাছে অত্যন্ত হৃদয়বিদারক।
আরও পড়ুন: Rubel-Shweta Wedding Update: বিয়ে পিছোচ্ছে না, রুবেল বললেন “যা রটছে তা লজ্জাজনক”
সব ভাষায় গাইব
এই ঘটনার প্রেক্ষিতে এক সংবাদ মাধ্যমকে ইমন জানিয়েছেন, “সব ভাষার গান গাইব। কিন্তু আমার ভাষাকে অপমান করলে মেনে নেব না। চেন্নাই হোক বা দিল্লি যে কোন শহরে প্রত্যেকে নিজের ভাষায় কথা বলেন। আর ওই জন্যই ওদের ছবি সংস্কৃতি আজ উচ্চস্তরে পৌঁছে গিয়েছে”।