ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন রাজ্যসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার মনোনীত প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। সূত্রের খবর, রাজ্যসভার সাংসদ জহর সরকারের ছেড়ে যাওয়া আসনেই প্রার্থী করা হচ্ছে ঋতব্রতকে। এদিন দলের তরফে তাঁর নাম ঘোষণা হওয়ার পর এক্স হ্যান্ডেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যসভার তৃণমূল প্রার্থী হিসেবে দলের তরফে নিজের নাম ঘোষণা হতেই শুভেচ্ছাবার্তায় ভাসেন ঋতব্রত। শুধু তাই নয়, দলনেত্রী তথা তৃণমূল সুপ্রমিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা ধন্যবাদ দিয়েছেন তিনি। বলেন, ‘নেত্রীর চরণে প্রণাম’। জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভা নির্বাচন। বাংলায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মাস কয়েক আগে রাজ্যসভায় এই পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএএস জহর সরকার।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-supremo-mamata-banerjee-took-charges-of-party-own-hand/
আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দেন। ফলে এতদিন ফাঁকাই ছিলো জহরের ছেড়ে যাওয়া আসন। আগামী ২০ ডিসেম্বর সেখানেই হবে ভোট গ্রহন।
উল্লেখ্য, ঋতব্রত বন্দ্যেপাধ্যায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল সিপিএম। কিন্তু দলের শৃঙ্খলাভঙ্গ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ২০১৭ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ঋতব্রতর বিরুদ্ধে দলে তদন্তও হয়। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগ দেন ঋতব্রত। এতদিন দলের শ্রমিক সংগঠনের হাল সামলেছিলেন তরুণ এই নেতা। এবার তাঁর রাজ্যসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা।