ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয়বার মা হলের অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। ছেলের পর এবার ঘর আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান। সেই সুখবর অভিনেত্রীর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তার অনুরাগীদের সঙ্গে। কমেন্ট বক্সে এখন শুধুই শুভেচ্ছার বন্যা।
সুখবর জানান মহালয়ার দিন (Koel Mallick)
চলতি বছরের মহালয়ার দিন অভিনেত্রীর (Koel Mallick) পরিবারে যে নতুন সদস্য আছে সেই খবর তিনি নিজেই ভাগ করে নিয়েছিলেন। বছর শেষে সেই সুখবর মিলন। আনন্দে আত্মহারা অভিনেত্রীর পরিবার থেকে শুরু করে ভক্তরা। ১৪ই ডিসেম্বর শনিবার সকালেই নতুন অতিথি এল কোয়েলের কোলে। অভিনেত্রী লিখলেন, “আমরা আশীর্বাদ ধন্য কন্যাকে পেয়ে”।
বড় দাদার দায়িত্ব পেল কবীর (Koel Mallick)
অনুরাগীরা অনেকেই বলছেন, টলি কুইনের (Koel Mallick) কোল আলো করে এল লক্ষ্মী। বড় দিনের আগেই, বড় খবর। নিসপাল রানের পরিবারে এখন শুধুই খুশির জোয়ার। পরিবার বড় হয়েছে বলে কথা। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, ” সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।” কবীর এবার সত্যিই বড় দাদা হল।
আরও পড়ুন: Allu Arjun: জেল থেকে বেরিয়েই হাতজোড় অভিনেতার, অত্যন্ত দুঃখিত!
কোয়েলের মেয়েকে দেখার অপেক্ষায় অনুরাগীরা
২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালে কোয়েল আর নিস
পালের ঘর আলো করে এসেছিল তাদের প্রথম সন্তান ছেলে কবীর। বিবাহ বার্ষিকীর দিন সেই ঘোষণা করেছিলেন। চার বছর পর এবার ঘরে এল দ্বিতীয় সন্তান। মাঝেমধ্যেই কোয়েলকে দেখা গিয়েছে ছেলের সঙ্গে ছবি ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করতে আর। তাদেরকে একসাথে দেখতে বেশ পছন্দ করেন অনুরাগীরা। এবার তারা কোয়েলের দ্বিতীয় সন্তানকে দেখার অপেক্ষায় রয়েছেন। অনুরাগীরা বহুদিন ধরেই আশা করেছিলেন। ভেবেছিলেন ২০২৫ এর শুরুতেই মল্লিক আর সিং পরিবারের নতুন সদস্যের দেখা মিলবে। কিন্তু তার আগেই সুখবর মিলল।
আরও পড়ুন: Radhika Apte: মা হলেন রাধিকা আপ্তে, নায়িকার কোলে পুত্র না কন্যা সন্তান?
কাজ নিয়ে কতটা ব্যস্ত?
অভিনেত্রীর ‘মিতিন মাসি’র কাজ শেষ হয়েছিল চলতি বছরের আগস্ট মাস নাগাদ। ছবির অ্যাকশন দৃশ্যের শুটের সময় তাঁর হাত ভাঙ্গে। সেই সময় ব্যথা সহ্য করে কাজও করেছিলেন। বহুদিন বাদে তিনি স্ক্রিন শেয়ার করেছেন বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে। ছবির নাম ‘ স্বার্থপর ‘ । যেখানে কোয়েলের উকিলের ভূমিকায় রয়েছেন রঞ্জিত মল্লিক, অর্থাৎ পর্দায় বাবা মেয়ের ভূমিকায় তাঁদের দেখা যাবে না।
কোয়েল কবে কাজে ফিরবেন?
এই মুহূর্তে কয়েক মাস হয়ত অভিনেত্রী বিরতি নিতে পারেন। তারপর আবার পুরোদমে কাজে ফিরবেন। এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। আর তাছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে কোয়েল খুব একটা কথা বলেন না। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে ছেলে কবীরের ছবি পোস্ট করেন ঠিকই। কিন্তু খুব যে বেশি ছবি পোস্ট করেন, এমনটা নয়। মেয়ের জন্মের খবরও তিনি খুব সাদামাটা ভাবেই দিয়েছেন। ছেলে কবীরের জন্মের পর বেশি দিনের অপেক্ষা করেননি। অভিনেত্রী খুব দ্রুত কাজে ফিরেছিলেন। এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় তিনি কাজে ফিরবেন, সেটা সময় বলবে।