ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রিসেপশনিস্ট এর চাকরি দেবার নাম করে ডেকে মহিলাকে ধর্ষনের চেষ্টা! (Hooghly Rape Case) নিজেকে বাঁচাতে পাল্টা ব্লেড দিয়ে ওই ব্যক্তির পুরুষাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার মহিলার।ঘটনায় শোরগোল কোন্নগর (Konnagar) মনসাতলা এলাকায়।
ইন্টারভিউতে ডেকে ধর্ষণের চেষ্টা (Hooghly Rape Case)
কোন্নগর (Konnagar)মনসাতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকেন বিপ্লব দত্ত।আদতে চুঁচুড়া(chinsurah) রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বছর চল্লিশের ওই ব্যক্তি বিগত দুই বছর ধরে ভাড়া ছিলেন কোন্নগরে(Hooghly Rape Case)। সেখানেই এসি ,টিভি, কিচেন চিমনি রিপেয়ারিং এর কাজ করতেন বিপ্লব।কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে পরিচয় বিপ্লবের। সেই মহিলাকে রিসেপশনিস্ট এর চাকরি দেওয়ার জন্য সোমবার দুপুরে কোন্নগরের(Konnagar) বাড়িতে ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকেন বিপ্লব। সাত হাজার টাকা বেতনের রিসেপশনিস্ট এর চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার।
কি ঘটেছে ? (Hooghly Rape Case)
ওই মহিলা তার স্বামীর সঙ্গে গিয়েছিলেন বিপ্লবের ভাড়া বাড়িতে ইন্টারভিউ দিতে। স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন।মহিলার দাবি, তিনি ঘরে ঢুকতেই দরজার ছিটকিনি আটকে দেয় অভিযুক্ত।কেন দরজা বন্ধ করেছে জিজ্ঞেস করায় বলে মশা ঢুকছে।মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাঁটতে থাকেন।তার পিছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ নগ্ন হয়ে মহিলাকে জাপটে ধরেন অভিযুক্ত।ধর্ষনের চেষ্টা করেন(Hooghly Rape Case)।মহিলা নিজেকে বাঁচাতে একটি ব্লেড নিয়ে অভিযুক্তের যৌনাঙ্গে চালিয়ে দেন।এরপর দরজা খুলে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার করে বেরিয়ে আসেন ওই মহিলা।
আরও পড়ুন: Kolkata Book Fair 2025: ২৮ জানুয়ারি শুরু কলকাতা বইমেলা, বাংলাদেশের স্টল ঘিরে অনিশ্চয়তা
স্থানীয়দের দাবি
স্থানীয় বাসিন্দারা জানান ,তারা শোরগোল শুনতে পেয়ে বাইরে আসেন। দেখেন রক্তারক্তি কান্ড।
এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। অভিযুক্ত ব্যক্তির যৌনাঙ্গ রক্তাক্ত।
হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত
ঘটনাস্থলে পুলিশ এসে আহত অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা গেছে,আহত অভিযুক্ত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে (Serampore Walsh Super Speciality Hospital) চিকিৎসাধীন।
আরও পড়ুন: SSC Scam: CBI অস্বস্তিতে ‘কালীঘাটের কাকু’, সুজয়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ
তদন্তে পুলিশ
ঘটনার পর অভিযোগকারী মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ।মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।