Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিন্দুকদের কড়া জবাব (Abhishek-Aishwarya)। নিন্দুকদের মুখে রীতিমত ঝামা ঘষে দিলেন ঐশ্বর্যা রাই (Aishwarya Rai Bachchan) আর অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। কে বলেছে, তাঁদের সম্পর্কে (Relationship) চিড় ধরেছে? তাঁরা এক ছাদের তলায় থাকছেন না! বিচ্ছেদ হয়েছে! সবটাই রটনা। সবটাই গুঞ্জন। এতদিন তাঁরা চুপ করেছিলেন। আজও চুপ করে আছেন। কিন্তু তাঁদেরকে আবার একসঙ্গে দেখা গেল।
আরাধ্যার জন্যই এক হয়েছেন (Abhishek-Aishwarya)
একই ফ্রেমে তাঁদের দেখে অনেকে বলছেন, মেয়ে আরাধ্যার (Aaradhya Bachchan) জন্যই এক হয়েছেন অভিষেক আর ঐশ্বর্যা (Abhishek-Aishwarya)। যদিও এই প্রথম নয়। বিচ্ছেদের গুঞ্জন চলাকালীন এর আগেও তাঁদের এক ফ্রেমে দেখা গিয়েছিল। গোটা নেট দুনিয়ায় যা চলেছে, সবটাই যেন মিথ্যে করে দিল এই একটা ছবি। তবে এটা ঠিক। এর আগে দীর্ঘদিন এক ফ্রেমে অভিষেক, অমিতাভ, আরাধ্যা আর ঐশ্বর্যাকে দেখা যায়নি। তবে সম্প্রতি গোটা ছবিটাই পুরো পরিস্থিতি বদলে দিল। আরাধ্যার স্কুলে ক্রিসমাসের বিশেষ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখতেই একসঙ্গে হাজির ছিল বচ্চন পরিবার।
বচ্চন পরিবারের যোগ্য মেয়ে আরাধ্যা (Abhishek-Aishwarya)
অভিষেক-ঐশ্বর্যার (Abhishek-Aishwarya) মেয়ে আরাধ্যা ভীষণ ট্যালেন্টেড। এর আগেও তার প্রমাণ পাওয়া গিয়েছিল, আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে। এবারও ব্যতিক্রম হল না। স্কুলে সম্প্রতি ছিল ক্রিসমাস অনুষ্ঠান। সেখানে আরাধ্যা একটি নাটকে অংশ নেয়। এর আগেও সোশ্যাল মিডিয়ার তীব্র ভাইরাল হয়েছিল, আরাধ্যার আগের অনুষ্ঠানের নাটকের ভিডিও। সবাই দেখে বলেছিল, আরাধ্যা একেবারেই বচ্চন পরিবারের যোগ্য মেয়ে। আরও একবার মঞ্চে দেখা গেল তাঁকে। পরনে কালো পোশাক। আর সেই ছবিতেই দেখা গেল তাঁর ঠিক পিছনে রয়েছেন অভিষেক বচ্চন। আরাধ্যা চলছে তাঁর মায়ের পাশাপাশি। নাতনি আরাধ্যার অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন: Khadaan: রাত দুটোয় খাদানের রাজত্ব, দেব বললেন বঙ্গে ঝড় এসেছে
বিতর্ক চাইলেই থামাতে পারেন (Abhishek-Aishwarya)
বিচ্ছেদের গুঞ্জন চলাকালীন, এর আগেও একসঙ্গে সেলফি তুলেছিলেন অভিষেক আর ঐশ্বর্যা (Abhishek-Aishwarya)। একটা হাই প্রোফাইল বিয়ে বাড়ির ছবি ছিল সেটি। দু’জনের পরনে ছিল কালো পোশাক। একসঙ্গে তাদেরকে পাশাপাশি দেখা গিয়েছিল। কিন্তু এই যে এতদিন ধরে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চলছে, তাহলে কি সবটাই মিথ্যে? এই গুঞ্জন কেনই বা শেষ করছেন না? চাইলেই তো থামিয়ে দিতে পারেন। কিন্তু এই জুটি তা করছেন না। তবে কি এই তারকা জুটি একসঙ্গেই রয়েছেন? সেই উত্তরও অজানা। অথচ বেশ কয়েকটা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেল।
আরও পড়ুন: Ankush Hazra: হল পাচ্ছে না খাদান, বাংলা ছবি নিয়ে ভয় পাচ্ছেন অঙ্কুশ!
বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যার মনোমালিন্য
মেয়ে আরাধ্যার জন্মদিন কিংবা স্ত্রী ঐশ্বর্যার জন্মদিনে অভিষেক কোনও পোস্ট করেননি। মেয়ের জন্মদিনে অভিষেক যে উপস্থিত ছিলেন, তার প্রমাণ পরে পাওয়া গিয়েছিল। কিন্তু ঐশ্বর্যার জন্মদিনে তিনি ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। অপরদিকে বচ্চন পরিবারের সদস্যদেরও এই জন্মদিন পার্টি গুলোতে দেখা যায়নি। তবে কি সম্পর্ক চলছে উপর উপর দিয়ে? কারণ বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যা রাইয়ের সম্পর্কের মনোমালিন্যের কথা কারোর অজানা নয়। এখন সব গুঞ্জনই রয়েছে বিতর্কিত জায়গায়। সঠিক উত্তর হয়ত সময় দেবে।