ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার আগে শুক্রবার গঠিত হয়েছে যৌথ সংসদীয় কমিটি (Arjun Ram Meghwal)। গত ১৭ সেপ্টেম্বর লোকসভায় পেশ করা হয়েছিল ‘এক দেশ এক নির্বাচন’ বিল। সেই প্রস্তাব পেশ করেছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেই প্রস্তাব লোকসভায় সংখ্যাগরিষ্ঠ ভোট পেলে তা যৌথ কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
যৌথ সংসদীয় কমিটি (Arjun Ram Meghwal)
এই যৌথ কমিটিতে মোট ৩৯ জন সাংসদ থাকবেন (Arjun Ram Meghwal)। যাদের মধ্যে নিম্ন কক্ষ লোকসভার ২৭ জন সংসদ থাকতে পারবেন, এবং রাজ্যসভার ১২ জন সদস্য থাকবেন এই যৌথ সংসদীয় কমিটিতে। শুক্রবার লোকসভার অধিবেশন মুলতুবি হওয়ার আগে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল যৌথ সংসদীয় কমিটি সংক্রান্ত প্রস্তাব পেশ করেন। এই যৌথ সংসদীয় কমিটি কবে তাদের রিপোর্ট জমা দেবে তাও এই প্রস্তাবে স্পষ্ট করে দেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
কারা থাকবেন যৌথ কমিটিতে (Arjun Ram Meghwal)
যৌথ সংসদীয় (Arjun Ram Meghwal) কমিটিতে যে ২৭ জন সদস্য থাকবেন তাদের মধ্যে রয়েছেন পিপি চৌধুরী, সিএম রমেশ, বাসুরি স্বরাজ, পুরোষত্তম ভাই রুপালা ও অনুরাগ সিং ঠাকুর। এছাড়া রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা, তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে আরও রয়েছেন বিষ্ণু দয়াল রাম, ভত্রিহরি মোহতাব, সম্বিত পাত্র, অনিল বালুনি, বিষ্ণু দত্ত শর্মা, বৈজয়ন্ত পাণ্ডা, সঞ্জয় জয়সওয়াল, মনীশ তিওয়ারি, সুখদেব ভগত, ধ্রমেন্দ্র যাদব, ছোটেলাল, জিএম হরিষ বালাযোগী, অনিল যশবন্ত দেশাই, সুপ্রিয়া সুলে, শ্রীকান্ত, একনাথ শিন্ডের মতো সদস্যরা।
যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট কবে?
শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনের মুলতুবির আগে যৌথ সংসদীয় কমিটি গঠনের পাশাপাশি কবে এই যৌথ কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে তাও স্পষ্ট করা হয়েছে।আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় শুক্রবার যৌথ কমিটি সংক্রান্ত যে প্রস্তাব পেশ করেছেন তাতে বলা হয়েছে, সংসদের আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনের মধ্যে এই যৌথ সংসদীয় কমিটিকে তাদের রিপোর্ট পেশ করবে।
রাজ্যসভার সদস্য কারা?
এখনও পর্যন্ত লোকসভার সাংসদের নামের তালিকা প্রকাশ করা হলেও রাজ্য সভার সদস্যদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি।রাজ্যসভার থেকে এই যৌথ সংসদীয় কমিটিতে মোট ১২ জন সদস্য থাকতে পারবেন।তবে তাঁরা কোন ১২ জন হবেন সেই নিয়ে এখনও নিশ্চিত হয়নি।
আরও পড়ুন: India-China: পূর্ব লাদাখে এখনও মোতায়েন ভারত ও চিনের সেনা, সমাধানের খোঁজে ডোভাল-ওয়াং!
কেন এই যৌথ কমিটি?
ভারতের সব নির্বাচনকে এক সাথে করার জন্য একটি বিশেষ আইন আনতে সংসদে গত মঙ্গলবার পেশ করা হয় ‘ এক দেশ এক নির্বাচন’ বিল। এই বিল আইনে পরিণত হলে গোটা দেশের সব বিধানসভা ও লোকসভা কেন্দ্রে এক সাথে ভোট করা হবে। সেই বিলের বিরোধিতা করে বিরোধীরা।এই বিলের পক্ষে ২৬৯টি ভোট পরে এবং বিপক্ষে ১৯৮টি ভোট পড়ে।তারপর বিলটিকে যৌথ কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।