ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীপার জীবনে ঝড়। আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‘অনুরাগের ছোঁয়া’য় দেখতে চলেছেন ধামাকাদার এক ঘন্টার বিশেষ পর্ব (Anurager Chhowa Upcoming Episode)। দীপার (Dipa) জীবনে যেন একের পর এক ঝড়। কুকিং কম্পিটিশনে জিতেও সব হারালো সে। সম্মানও পেল। কিন্তু তারপরেই আবার সব কেড়ে নেওয়া হল। এই সমস্ত পরিস্থিতি দীপা কীভাবে একা হাতে সামলাবে?
দীপা-সূর্যর মাঝে নিত্য নতুন সমস্যা (Anurager Chhowa Upcoming Episode)
‘অনুরাগের ছোঁয়া’ বহুদিনের ধারাবাহিক। দর্শকদের মনের মনিকোঠায় ধারাবাহিকটি জায়গা করে নিয়েছে। যেখানে বহু ধারাবাহিক তিন মাস কিংবা ছয় মাসে শেষ হয়ে যাচ্ছে। সেখানে ‘অনুরাগের ছোঁয়া’ ইতিমধ্যেই কয়েক বছরের গণ্ডি পেরিয়ে গিয়েছে (Anurager Chhowa Upcoming Episode)। দীপা আর সূর্যের সুখী সংসার দেখার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে দর্শক। তাদের দুই মেয়ে, সোনা রূপা বড় হয়ে গিয়েছে। কিন্তু দীপা সূর্যর সংসারকে সুখের সংসার একেবারেই বলা যাবে না। তাদের মাঝে নিত্য নতুন সমস্যা লেগেই রয়েছে। বিশেষ করে সমস্যা বাড়াচ্ছে , সোনা অর্থাৎ তাদের মেয়ে অলি।
মিশকাকে ভয় পাচ্ছে জয়ী (Anurager Chhowa Upcoming Episode)
এখনও পর্যন্ত জয়ী যে তাদের হারিয়ে যাওয়া মেয়ে, সে কথা সামনে আসেনি। মাঝেমধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাত্র। সূর্য আর দীপার মন বারংবার বলছে, জয়ী তাদের সেই হারিয়ে যাওয়া রূপা (Anurager Chhowa Upcoming Episode)। কিন্তু রূপা মিশকার হাত থেকে তার বাবা মাকে বাঁচাতে, মুখ খুলছে না। তবে সে তার মাকে মা বলে ডাকছে। সে এটুকুই বড় পাওনা বলে মনে করেছে।
আরও পড়ুন: Salman-Hrithik: একই পর্দায় টাইগার আর কৃশ, হারিয়ে দেবে বিগ বাজেটের ছবিকে!
হাতে আঘাত পেয়েছে দীপা
অপরদিকে অলি তার মা দীপাকে দেখে অদ্ভুত রিয়্যাক্ট করছে। রীতিমত খাবারের প্লেট পর্যন্ত ছুঁড়ে ফেলে দেয়। যার কারণে আঘাত পায় দীপা। রক্তাক্ত হাতে ব্যান্ডেজ বেঁধে কুকিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে যায় সে। সেখানে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। ওই অবস্থায় দীপা কিভাবে কম্পিটিশনে যোগ দেবে? সেটা তো অবশ্যই দেখতে চলেছেন।
পাবে সম্মান
পাশাপাশি এই কুকিং কম্পিটিশনে জিততে চলেছে দীপা। সম্মানও পাবে। কিন্তু তারপরেও সবটা গুলিয়ে যাবে। কোনও এক অজানা কারণে, তাকে সবাই ভুল ভাববে। মিথ্যাবাদী ভাববে। অলি চিৎকার করে বলবে, সে জানত তার মা এমনটা করবে। অপরদিকে জয়ী নিশ্চিত যে তার মা এমনটা করতে পারে না। কি কারণে দীপা এত বড় শাস্তি পেতে চলেছে? তা এখনও জানা যায়নি। সেটা জানা যাবে ওই এক ঘন্টার বিশেষ পর্বে।
আরও পড়ুন: Santan: বাস্তবের গল্প ‘সন্তান’, বক্স অফিসে গর্জন করছে! বললেন মিঠুন
গল্পে বারংবার নতুন মোড়
ধারাবাহিকটা বহুদিনের হলেও, গল্পে বারংবার নতুন মোড় এসেছে। নতুন আঙ্গিকে গল্পটা এখন প্রেজেন্ট করা হচ্ছে। এই ধারাবাহিকের কাহিনীতে এন্ট্রি নিয়েছে নতুন নতুন চরিত্র। সেই পুরনো সেন বাড়ির গল্প এখানে আর দেখতে পাওয়া যায় না। এখন ‘অনুরাগের ছোঁয়া’ হয়ে উঠেছে দীপা আর সূর্যের দুই মেয়েকে কেন্দ্র করে। যেখানে আবর্তন করছে দীপা সূর্যের জীবন । দুজনকেই বয়ে বেড়াতে হচ্ছে একটা অসুখী দাম্পত্য আর সন্তান হারা কষ্ট।