ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চুপি চুপি প্রেম করছেন শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানা (Suhana Khan)। লুকিয়ে চলে গেলেন, শাহরুখের আলিবাগের বাংলোতে। সঙ্গে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি অগস্ত্য (Agastya Nanda)। কখনও বা বিদেশের মাটিতে দু’জনের রাতভর পার্টি, আবার কখনও বা দিওয়ালিতে একসঙ্গে রাত্রি যাপন। এর আগেও বহুবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল।
পুরোটাই সিক্রেট (Suhana Khan)
পার্টিতে, কখনও একসঙ্গে রেস্তোরাঁয়, তো কখনও আবার একান্ত আলাপচারিতায়। তবে পুরো বিষয়টাই রয়েছে সিক্রেট হিসেবে (Suhana Khan)। সুহানা কিংবা অগস্ত্য প্রকাশ্যে বলেননি, যে তারা প্রেম করছেন। কিন্তু প্রেম কি আর লুকিয়ে রাখা যায়? এবার ছবি শিকারীদের হাতে রীতিমত ধরা পড়লেন এই প্রেমিক জুটি। ছবি প্রকাশ্যে আসতেই সবাই বলছে, অমিতাভের নাতির প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন সুহানা। যে জল্পনা বিটাউনে শোনা যাচ্ছিল, সেটাই সত্যি। এবার শুধু সামনে এসে স্বীকার করার পালা।
অমিতাভ বচ্চনের চোখের মণি অগস্ত্য (Suhana Khan)
বচ্চন পরিবারে এখন পুত্র সন্তান বলতে একজনই রয়েছেন। তিনি হলেন অগস্ত্য। কারণ অপরদিকে অভিষেক আর ঐশ্বর্যার মেয়ে আরাধ্যা। আবার জয়া অমিতাভের মেয়ে শ্বেতার আর একটি মেয়ে রয়েছে, নভ্যা নভেলি। স্বাভাবিক ভাবেই বচ্চন পরিবারে অগস্ত্য ভীষণ প্রিয় একজন সদস্য। অনেকেই বলেন, তিনি নাকি অমিতাভ বচ্চনের চোখের মণি। শুধু তাই নয়। তিনি দিদা জয়া এবং মামা অভিষেকের খুবই প্রিয় একজন মানুষ। আর তাছাড়া শাহরুখ-গৌরীর মেয়ে সুহানার (Suhana Khan) সঙ্গে তাঁর প্রেম জল্পনা একেবারেই নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে এটা নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে।
আরও পড়ুন: Mittir Bari: ‘মিত্তির বাড়ি’তে মহাবিবাহ, জোনাকিকে বিয়ে করবে ধ্রুব!
বন্ধুত্ব থেকে প্রেম
সুহানা অগস্ত্য বলিউডে এন্ট্রি নেওয়ার আগেই নাকি তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেটা খুব ভালো বন্ধুত্বের ছিল। পরবর্তী কালে তা প্রেমের সম্পর্কে এগোয়। তারপর দুজনকে একসঙ্গে দেখা যায়, জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায়। প্রেমের জল্পনার পালে নতুন করে হাওয়া লাগে। তাছাড়া একসঙ্গে তাঁদেরকে বহুবার দেখা গিয়েছে। এর আগেও অগস্ত্যর জন্মদিনে সুহানা একটি সাদা কালো ছবি শেয়ার করেছিলেন। যেখানে দেখা যায়, মজার ছলে অগস্ত্যর কান ধরে রয়েছেন সুহানা। পোস্টে সুহানা লিখেছিলেন, ‘ শুভ জন্মদিন’। তখন বিটাউনের অনেকেই বলতে শুরু করেছিলেন, এই ছবির মাধ্যমে যেন প্রেমের সিলমোহর দিলে শাহরুখ কন্যা। এই খুনসুটির মধ্যেই লুকিয়ে রয়েছে তাঁদের প্রেমের রসায়ন।সেটাই প্রকাশ্যে এল।
আরও পড়ুন: Salman Khan: জন্মদিনের আগেই অস্ত্র হাতে সলমন! পাত্তা দিচ্ছেন না প্রাণনাশের হুমকি
বিটাউনের হট টপিক প্রেম চর্চা
সম্প্রতি নেট পাড়ায় ঘুরছে একটি ভিডিও। যেখানে দেখা গেল সুহানা আর অগস্ত্য একসঙ্গেই ঘুরছেন। সুহানা বেশ খুশি। মুখে খুশির আনন্দ উপচে পড়ছে। একে তো পার্টি মুড, তার উপর অগস্ত্যর মত প্রিয় বন্ধু রয়েছে তাঁর সাথে। বিটাউনে এখন হট টপিকের মধ্যে রয়েছে, এই দুই স্টার কিডের প্রেম জল্পনা।
প্রেমে আছেন নাকি বন্ধুত্বে আছেন?
যদিও তারা প্রেম করছেন কি করছেন না, এই বিষয়ে এখনও মুখে কুলুপ অভিনেতা অভিনেত্রীর। বহু অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে দেখা যায়। আবার অনেকেই বলেন, ওরা যে আদৌ প্রেম করছে, তা দেখে মনে হয় না। তবে স্টার কিডদের নিয়ে দর্শকদের আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। সুহানা আর অগস্ত্য এমন ভাবে ঘুরে বেড়ায়, তারা প্রেমে আছেন নাকি বন্ধুত্বে আছেন, বোঝা ভীষণ মুশকিল। তাই হয়ত জল্পনার এত ঘনঘটা।