ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের ৩১ জন মুখ্যমন্ত্রীর সম্পত্তি (Mamata Banerjee Wealth) সম্পর্কিত একটি বিশ্লেষণে দেখা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির মূল্য মাত্র ১৫.৩৮ লক্ষ টাকা।
কারা করল বিশ্লেষণ? (Mamata Banerjee Wealth)
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্লিউ) ৩১ জন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee Wealth) নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার ভিত্তিতে এই বিশ্লেষণটি প্রকাশ করেছে।
কী বলছে রিপোর্ট? (Mamata Banerjee Wealth)
সোমবার প্রকাশিত এই রিপোর্টে (Mamata Banerjee Wealth) বলা হয়েছে, ভারতের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতের মাথাপিছু জাতীয় আয় আনুমানিক ১,৮৫,৮৫৪ টাকা। কিন্তু মুখ্যমন্ত্রীদের গড় আয় এর চেয়ে ৭.৩ গুণ বেশি, যা ১৩,৬৪,৩১০ টাকা।
আরও পড়ুন: ISRO GSLV Mission: শ্রীহরিকোটার ১০০তম উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইসরো, জানুয়ারিতে জিএসএলভি মিশন
তালিকায় নিচে কারা?
রিপোর্টে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Wealth) ছাড়াও জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লা একমাত্র মুখ্যমন্ত্রী, যাঁর সম্পদ ১ কোটির কম। তাঁর মোট সম্পদ ৫৫.২৪ লক্ষ টাকা। কেরালার পিনারাই বিজয়ন এই তালিকায় নিচের থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন, তাঁর সম্পদের পরিমাণ ১.১৮ কোটি টাকা।
দুই বিলিয়নেয়ার
তালিকায় দুইজন বিলিয়নেয়ার মুখ্যমন্ত্রী রয়েছেন। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সর্বাধিক ধনী। তাঁর সম্পদ ৯৩১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের পেমা খান্ডু, যাঁর সম্পদ ৩৩২ কোটি টাকা।
৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১,৬৩০ কোটি টাকা বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
অন্যান্য তথ্য
রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং দিল্লি এই দুইটি রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছেন। দিল্লির আতিশি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি ৪০ বছরের কম বয়সী এবং সবার থেকে কনিষ্ঠ। তাঁর বয়স ৩৮ বছর। অন্যদিকে, কেরালার পিনারাই বিজয়ন ৭৭ বছর বয়সে সবচেয়ে প্রবীণ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Manipur Joint Operation: মণিপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, তিনটি গোপন আস্তানা ধ্বংস
মামলার তথ্য
রিপোর্টে আরও বলা হয়েছে, ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জন অর্থাৎ ৪২ শতাংশ নিজেদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা আছে বলে ঘোষণা করেছেন। এর মধ্যে ১০ জনের অর্থাৎ ৩২ শতাংশের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা রয়েছে; যেমন খুনের চেষ্টা, অপহরণ, ঘুষ নেওয়া, এবং হুমকি দেওয়া।
এমএলএ নাকি এমএলসি?
এছাড়া, বিহারের নীতীশ কুমার একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি বিধান পরিষদের (এমএলসি) সদস্য। বাকিরা সবাই বিধানসভার (এমএলএ) সদস্য।