ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Bengal Recruitment Scam) ইডির মামলায় মঙ্গলবার ৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, লিপস এন্ড বাউন্স কোম্পানি সহ মোট ৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হল। মোট ৫৪ জন অভিযুক্তের মধ্যে সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। বাকি ১ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া হবে বুধবার।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Bengal Recruitment Scam) ইডির মামলায় মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, লিপস এন্ড বাউন্স কোম্পানি সহ মোট ৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। এদিন চার্জ গঠন প্রক্রিয়ার শুরুতেই একে একে কী অভিযোগ রয়েছে পড়ে শোনান বিচারক। প্রাইমারি স্কুলের ভর্তিতে দুর্নীতি হয়েছে, যাতে পার্থ, মানিক, সুজয়, অয়নের বিভিন্ন ভূমিকা রয়েছে বলে জানান বিচারক। অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন এবং সেই উপার্জন বেআইনি লেনদেনে ব্যবহার করেছেন বলে পার্থদের ধমক দেন বিচারক। যদিও দুর্নীতির সব দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চায় অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অর্পিতা বিচারককে বলেন, আমি কিছু জানতাম না। আমি কোনও সরকারি পদে ছিলাম না। কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না। আমি জানি না কোথায় থেকে কি পাওয়া গেছে। আমি কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নই।
আরও পড়ুন: 15th Finance Commission: চলতি অর্থবর্ষ শেষ হতে বাকি নেই তিন মাসও, টাকা খরচে পিছিয়ে বঙ্গের ৮ জেলা
কুন্তল ঘোষ বিচারককে বলেন, চরণ দাস জেলে গিয়েছিল, সে গান গাইত। বিজেপি সরকারের বঞ্চনা নিয়ে মুখ খুলেছি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজ করছে। আমি নির্দোষ। বিচারক কুন্তলকে ধমক দিয়ে বলেন, এই সব ধর্মতলায় গিয়ে বলবেন। বিচারক কল্যাণময়কে বলেন, পার্থর জামাই হিসাবে দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ। দুর্নীতির (Bengal Recruitment Scam) টাকা ব্যবহার করেছেন। পার্থর থেকে ১৫ কোটি নিয়েছিলেন সেই টাকা দিয়ে, জমি কিনে, স্কুল করেছেন। অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। সেই উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয় এমন দেখানার চেষ্টা করেছেন। আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হল। কল্যাণময়ও নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
আরও পড়ুন: Sujaykrishna Bhadra: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় ‘কাকু’র বিরুদ্ধে চার্জ গঠন
মানিকের ছেলে হিসাবে টাকা লেনদেনে যুক্ত থেকেছেন সৌভিকও, ২টি কোম্পানি তৈরি করে টাকা লেনদেনে করা হয়েছে তাই সৌভিকের বিরুদ্ধেও চার্জ গঠন করা হল। বিচারক শতরূপাকে বলেন মানিক অবৈধ টাকা আপনার নামের ব্যাংক অ্যাকাউট ব্যবহার করে টাকা রখেছেন এবং টাকা লেনদেন করা হয়েছে। এই বিষয়ে আপনি মানিককে সাহায্য করেছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় একে একে মোট ৪৭ জনের বিরুদ্ধে মঙ্গলবার চার্জ গঠন করল আদালত।