ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আলিপুর চিড়িয়াখানাকে নিয়ে বেআইনিভাবে ব্যবসা চলছে, এই অভিযোগে আগামী ৯ জানুয়ারি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে মিছিল করতে চায় বিজেপি। এক হাজার জনকে নিয়ে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের।
রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করার অনুমতি দিল হাইকোর্ট। এই মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। আলিপুর চিড়িয়াখানাকে নিয়ে বেআইনিভাবে ব্যবসা চলছে এই দাবি জানিয়ে মিছিল করতে চায় বিজেপি (Suvendu Adhikari) । কিন্তু পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়। আগামী ৯ জানুয়ারি দুপুর ১২ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে ন্যাশনাল লাইব্রেরি হয়ে মিছিল আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যাবে।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-councilor-murder-case-murdered-by-another-leader/
এদিন শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, এক হাজার জনকে নিয়ে মিছিল করা যাবে। ৯ জানুয়ারি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল (Suvendu Adhikari) । দুপুর ১২টা থেকে দুপুর ৩ টের মধ্যে মিছিল করতে হবে। পিটিএস ক্রসিং, আলিপুর চিড়িয়াখানা হয়ে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল যাবে।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-gives-appointment-letter-to-winner-footballers/
পুলিশকে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, এই মিছিল যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে (Suvendu Adhikari) । এই রাস্তার মধ্যে দুটি হাসপাতাল রয়েছে। মিছিল করার অনুমতি তবে, মিছিল সংগঠনকারীদের দেখতে হবে যাতে এই মিছিলে কোনওরকম অশান্তি সৃষ্টি না হয় (Suvendu Adhikari) ।