ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রোজকার ব্যস্ত জীবনের ফাঁকে মনটা কেমন ‘ঘুরতে যাবো ঘুরতে যাবো’ (Mountain Tour) করতে থাকে। একঘেয়ে কাজের ফাঁকে, শহুরের কোলাহল থেকে মুক্তি পেতে শান্ত, নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন কাটাতে ভাবছেন কোথায় যাবেন? দিন-তিনেকের ছুটি নিয়ে নিন, বেরিয়ে পড়ুন দার্জিলিংয়ের পথে। কোথায় কোথায় ঘুরবেন? আজকের প্রতিবেদনে জানাবো সেইসবেরই বিস্তারিত তথ্য।
যাঁরা উত্তরবঙ্গ ভালোবাসেন বা অল্প দিনের ছুটিতে পাহাড় ঘুরতে চাইছেন তাঁরা সবসময়ই দার্জিলিং শহর ঘোরার পাশাপাশি তার আশেপাশের অফবিট গ্রামগুলিতেও (Mountain Tour) ঘুরে আসতে পারেন। পাহাড় মানেই তো শুধু দার্জিলিং, কালিম্পঙ, সিকিমের প্রধান প্রধান শহরগুলো নয়। আর সেসব জায়গায় ঘুরতে গেলেও সঙ্গে থাকা চাই যথযথ টাকা। কিন্তু অল্প খরচেই, দার্জিলিংয়ের এইসব অফবিট পাহাড়ি গ্রামগুলোয়, নিরিবিলি পরিবেশে পেয়ে যাবেন মন ভালো করার রসদ-
তাবাকোষী (Mountain Tour)
মিরিকের কাছে অবস্থিত এই গ্রামটির চারিদিকে সবুজে ঘেরা চা বাগান, আর ছোট্ট একটা নদী রয়েছে। ঢেউ খেলানো সবুজ আর নদীর পাড়ে বসে আরাম করে কাটিয়ে দিতে পারবেন তিন-চারদিন। চারিদিকে শুধু শোনা যাবে পাখিদের কলতান, ঝর্ণার স্রোতের আওয়াজ এখানে পার ডে, পার হেড থাকা খাওয়ায় খরচ হবে ১৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
কাফেরগাঁও (Mountain Tour)
এটা কালিম্পং শহর থেকে মাত্র ৩১ কিমি দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম্য এলাকা। চারিদিকে তাকালেই দেখা মিলবে সবুজ বনানীর। ঝর্ণার কুলুকুলু শব্দ আপনার মনকে করবে শান্ত। এখানে সবুজের মধ্যে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে খরচ পড়বে মাত্র ১২০০ থেকে ১৫০০ টাকা করে পার ডে, পার হেড।
আরও পড়ুন: Duarsini: প্রকৃতির মাঝে হারানোর ঠিকানা দুয়ারসিনি, নতুন বছরে উপচ্ছে পড়া ভিড় পর্যটকদের
কোলবং
এই ছোট্ট পাহাড়ি গ্রামটা দার্জিলিং শহর থেকে ৩৮ কিমি দূরে অবস্থিত। এখানে বিভিন্ন রেঞ্জের হোমস্টে পেয়ে যাবেন। ১০০০ থেকে ২০০০ মধ্যে পার হেড, পার ডে থাকা খাওয়া সব হয়ে যাবে।
আরও পড়ুন: Gangasagar: পুণ্যস্নান লক্ষ্য নয়, নিছক বেড়ানোর জন্য মন্দ নয় সাগরদ্বীপ
শিব ইকো ক্যাম্প
এই গ্রামটি দার্জিলিংয়ের একেবারে কাছেই অবস্থিত। চারিদিকে তাকালে মনে হবে কেউ যেন নিজের মনের খুশিতে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। নির্জন পরিবেশে এখানে সুন্দর ভাবে দুদিন কেটে যাবে আপনার। খরচ হবে এক একজনের পার ডে মাত্র ১২০০-১৫০০ টাকা।
আরও পড়ুন: Honeymoon Destination: বিয়ের খরচ সামলে হানিমুন বাজেটে টানাটানি? কম খরচে বিদেশেই হোক মধুচন্দ্রিমা
তবে আর দেরি কীসের? পাহাড়ের কোলে নিরিবিলিতে আপনার ছুটির দিনগুলো কাটিয়ে আসুন নিশ্চিন্তে।