ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহু কম্পিউটার ব্যবহারকারী এখনো নিজের সিস্টেমে ব্যবহার করেন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম (Windows 10)। এই অপারেটিং যারা এখনো ব্যবহার করছেন তাদের জন্য মাইক্রোসফটের তরফে একটি নতুন নির্দেশিকা জানানো হয়েছে। যে নির্দেশিকায় জানানো হয়েছে কিছু দিন পর থেকে আর এই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে না মাইক্রোসফ্ট অফিস অ্যাপগুলি।
নির্দেশিকায় কী বলা হয়েছে? (Windows 10)
মাইক্রোসফটের তরফে ঐ নির্দেশিকায় বলা হয়েছে যে সকল ডিভাইসে উইন্ডোজ ১০ (Windows 10) অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে সেই সমস্ত ডিভাইস গুলিতে বন্ধ হয়ে যাবে মাইক্রোসফ্ট অফিস। মাইক্রোসফ্ট অফিসের কোনো অ্যাপ আর ব্যবহার করা যাবে না উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে।
কবে বন্ধ হবে? (Windows 10)
মাইক্রোসফটের তরফে একটি বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, এবছর অক্টোবর মাসেই বন্ধ হয়ে যাবে মাইক্রোসফ্ট অফিসের অ্যাপ।অক্টোবরের পর থেকে আর উইন্ডোজ ১০ (Windows 10) অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে না মাইক্রোসফ্ট অফিসের অ্যাপ। ঐ ঘোষণায় মাইক্রোসফটের তরফে একেবারে তারিখ দিয়ে বলা হয়েছে কবে বন্ধ হবে মাইক্রোসফ্ট অফিস। বলা হয়েছে, ১৪-ই অক্টোবরের পর থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে বন্ধ হয়ে যাবে মাইক্রোসফ্ট অফিস।
আরও পড়ুন: Open AI: চ্যাটজিপিটির নতুন ফিচার, চাপের মুখে সিরি-অ্যালেক্সা
কী করবেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা?
এখনো বহু ব্যবহারকারী রয়েছেন যারা ব্যবহার করছেন মাইক্রোসফ্ট উইন্ডোজ ১০। আর স্বাভাবিক ভাবেই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফ্ট অফিসের অ্যাপ গুলির ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় বেশ চিন্তায় পড়েছেন বহু ব্যবহারকারী। অনেকেই বুঝতে পারছেন না কী করবেন! তাদের জন্যও ঐ ঘোষণায় নিদিষ্ট সমাধান উল্লেখ করে দিয়েছে মাইক্রোসফ্ট। মাইক্রোসফটের তরফে বলা হয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফ্ট অফিসের অ্যাপ গুলির ব্যবহার বন্ধ হয়ে গেলেও এই সমস্ত অ্যাপ গুলির ব্যবহার করা যাবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে। এজন্য প্রত্যেক ব্যবহারকারীকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করে নিতে হবে। তবেই এবছর অক্টোবরের পর থেকে মাইক্রোসফ্ট অফিসের অ্যাপ গুলি আপনি আপনার সিস্টেমে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: Digital Scam: ডিজিটাল প্রতারণার চক্রব্যূহ! কী করে বুঝবেন আপনি ফাঁদে পা দিচ্ছেন?
কোন কোন ভার্শন বন্ধ হবে?
মাইক্রোসফ্ট তরফে জানানো হয়েছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে বন্ধ হয়ে যাবে, অফিস ২০২৪, অফিস ২০২১, অফিস ২০১৯, অফিস ২০১৬-এর ভার্শন। এর অর্থ এই সমস্ত ভার্শন আর কাজ করবে না উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে। শুধু তাই নয়, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফ্ট অফিসের আর কোনো আপডেট অথবা টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যাবে না।
কী কারণে বন্ধ হচ্ছে?
মাইক্রোসফ্ট তরফে জানানো হয়েছে, মাইক্রোসফ্ট চাইছে সকল ব্যবহারকারী পারফরম্যান্স বৃদ্ধি ও নির্ভরযোগ্যতা সমস্যায় যাতে না পড়েন সেই জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য সকল ব্যবহারকারীকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার পরামর্শও দেওয়া হয়েছে।