ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার ২০ জানুয়ারি ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump Inauguration)। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জানা যাচ্ছে তীব্র শীতের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে। প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ক্যাপিটল বিল্ডিংয়ে (Capitol Building) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারে রুদ্ধদ্বার শপথ গ্রহণ হবে ট্রাম্পের। ক্যাপিটলের উদ্যানে নয়, বর ভবনের কক্ষে হবে শপথ গ্রহণ ও অন্যান্য বক্তৃতা পেশের কার্যসূচি।
প্রবল শীতের পূর্বাভাস ওয়াশিংটনে (Donald Trump Inauguration)
সোমবার প্রবল শীতের পূর্বাভাস রয়েছে ওয়াশিংটন ডিসিতে। মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, ঘণ্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে হাওয়াও বইতে পারে সেদিন। ওই হাওয়ার জেরে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই ইনডোরে শপথ গ্রহণে সকলেই সুরক্ষিত থাকবেন বলে জানান ট্রাম্প(Donald Trump Inauguration)। সবশেষ তীব্র শীতের কারণে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ইনডোরে হয়েছে ১৯৮৫ সালে। তখন ছিল রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠান।
বড় স্ক্রিনের শপথ অনুষ্ঠান (Donald Trump Inauguration)
শপথ গ্রহণ অনুষ্ঠান কক্ষের ভেতরে করার কারণও জানিয়েছেন ট্রাম্প(Donald Trump Inauguration)। তাঁর মতে, আগামী সপ্তাহে ওয়াশিংটনে তীব্র ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। যা সত্যিই বিপজ্জনক। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শপথ গ্রহণের অনুষ্ঠানের কুচকাওয়াজও ক্যাপিটলের ভেতরে করা হবে বলে জানা গিয়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন তার সমর্থকরা একটি স্টেডিয়াম থেকে স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পারবেন। যেখানে ২০ হাজার মানুষ অবস্থান করতে পারবে।
‘গরমের পোশাক পরে আসো’
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনওভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না। কিংবা তাঁরা আহত হোক তাও তিনি কামনা করেন না। শয়ে শয়ে আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক। তবে কেউ যদিও অনুষ্ঠানে এরপরেও আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট(Donald Trump Inauguration)।
২ লক্ষ ২০ হাজারেরও বেশি টিকিট বিক্রি
সোমবার ট্রাম্পের সঙ্গে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। সূত্রের খবর, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ ও ক্যাপিটলে অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে ২ লক্ষ ২০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। তবে বিশ্বনেতাদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে মার্কিন মুলুকের খ্যাতনামা গায়িকা ক্যারি আন্ডারউডের। এছাড়াও রয়েছে নানান অনুষ্ঠান।
আরও পড়ুন:Davos 2025: ‘এক দেশ, এক প্যাভিলিয়ন’ উদ্যোগ, দাভোসে এক জায়গায় ভারতের সব রাজ্য
অনুষ্ঠানে আমন্ত্রণ রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদকে
শপথ গ্রহণের অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনায় ইচ্ছুক তিনি। আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকেও। তবে যাচ্ছেন না নরেন্দ্র মোদী। অন্যদিকে জানা যাচ্ছে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শপথবাক্য পাঠ করাবেন জন রবার্টস
সাধারণত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আগামী সোমবারেও ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময় তিনিই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রথম বার প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নিয়েছিলেন প্রথা মেনে ক্যাপিটল উদ্যানে। ঠান্ডা হাওয়া এবং ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই! তবে এবার প্রবল শীতে ইনডোরে শপথগ্রহণ হবে ট্রাম্পের।