ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডে (Bollywood ) স্টারকিডদের মধ্যে যদি জনপ্রিয়তার বিচার করেন তাহলে প্রথমেই চলে আসবে অভিষেক বচ্চন (Abhishek Bachan) আর ঐশ্বর্যা রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) মেয়ে আরাধ্যা বচ্চনের (Aaradhya Bachchan Birthday) নাম। ২০২৪ এর ১৬ নভেম্বর ১৩ বছরে পা দিল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনি আরাধ্যা।
মজাদার তথ্য (Aaradhya Bachchan Birthday)
একটা মজাদার তথ্য কি জানেন? আরাধ্যার (Aaradhya Bachchan Birthday) একটি পোষাকের দাম নাকি সাধারণের বারো মাসের বেতনের থেকেও বেশি। ঐশ্বর্যা আর অভিষেক কন্যার সম্পত্তির পরিমাণ কিন্তু কম নয়। জনপ্রিয়তা তো রয়েইছে। তার পাশাপাশি ভারতীয় দর্শকদের মনে আরাধ্যার জন্য একটা আলাদা জায়গা রয়েছে। অন্যান্য স্টারকিডদের মতো আরাধ্যা নন। তাঁর নামে কোনও বিতর্কই পাবেন না।
সবসময়ে মায়ের সঙ্গে (Aaradhya Bachchan Birthday)
আরাধ্যাকে (Aaradhya Bachchan Birthday) সব সময় দেখা যায় মায়ের সঙ্গে। মাকে সাপোর্ট করতে দেখা গিয়েছে। মায়ের পাশে পাশে থাকেন। তাই তো নেটিজেনরা বলেন, মায়ের যোগ্য মেয়ে আরাধ্যা। জন্মের পর থেকেই বচ্চন পরিবারের এই সর্বকনিষ্ঠ সদস্যকে সবাই উপহার দিয়ে ভরিয়ে রেখেছে।
আরও পড়ুন: Haati Haati Paa Paa: চিরন্তন সম্পর্কের গল্প বলবেন রুক্মিণী, হাঁটি হাঁটি পা পা-তে প্রচুর সারপ্রাইজ
আরাধ্যার সম্পত্তি
বলি সূত্রের খবর, আরাধ্যা অন্ততপক্ষে হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। কারণ তার জন্মের পরেই অমিতাভ বচ্চন নাতনিকে উপহার দিয়েছিলেন, লাল রঙের মিনি কুপার। বাবা অভিষেক বচ্চনের থেকে পেয়েছিলেন অডিএ৮। বিলাসবহুল গাড়ির পাশাপাশি বিদেশে পর্যন্ত আরাধ্যার নামে রয়েছে বিলাসবহুল বাড়ি। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন দু’জনে মিলে নাতনিকে উপহার দিয়েছিলেন অন্ততপক্ষে ৬০ কোটি টাকার সম্পত্তি। এমনকি মেয়ের নামে দুবাইয়ে দেড় কোটি টাকা দামের বিলাসবহুল বাংলো কিনে রেখেছেন অভিষেক।
জামার দাম
এই তো কয়েক বছর আগের কথা। ঐশ্বর্যা তাঁর মেয়েকে একটি জামা উপহার দিয়েছিলেন। তাও আবার জন্মদিন উপলক্ষে। সেই জামার দাম প্রায় ১০ লক্ষ টাকা। আরাধ্যা সব সময় আদরেই থাকে। ভীষণ ট্যালেন্টেড। স্কুলের বার্ষিক অনুষ্ঠান নজর কেড়েছিলেন তিনি। আরাধ্যা যে ভবিষ্যতে দক্ষ অভিনেত্রী হতে পারেন, তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: Aditi Chakraborty: বিয়ের পিঁড়িতে অদিতি, নতুন সংসার নিয়ে কোনও চিন্তাই নেই!
ভালো ব্যবহার
তার থেকেও বড় কথা। আরাধ্যার ব্যবহারে মুগ্ধ নেট পাড়া। যে কোনও অনুষ্ঠান কিংবা বিমানবন্দরে আরাধ্যাকে বহু ছবি শিকারিদের সঙ্গে ভালো ব্যবহার করতে দেখা গিয়েছে। সবাই বলে, মায়ের সংস্কার পেয়েছে মেয়ে। ঐশ্বর্যা তাঁর মেয়েকে ভারতীয় সংস্কারে বড় করছেন। আরাধ্যাকে বহুবার ক্যামেরার সামনে গুরুজনদের হাত জোড় করে প্রণাম করতে দেখা গিয়েছে। কোনও সঙ্কোচ ছাড়াই।
বাবা-মায়ের বিচ্ছেদ
এমনকি যখন বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে বলি ইন্ডাস্ট্রির উত্তাল। তখন পুরো বচ্চন পরিবারকে এক সুতোয় বেঁধেছিলেন পরিবারের কনিষ্ঠ সদস্য আরাধ্যা। তাঁর স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনকে। মেয়েকে মঞ্চে দেখে কেমন খুশি হয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি গর্বিত হয়েছিল দাদু অমিতাভ। নাতনির জন্য সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ব্লগ।