ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিয়ের বেশি দিন হয়নি, বিয়ের দশ মাসের মধ্যেই স্ত্রী কৌশাম্বীর (Kaushambi Chakraborty) প্রতি বিরক্ত আদৃত (Adrit Roy)! সে কথা জানিয়ে আদৃত নিজেই ছবি পোস্ট করলেন। এমনকি স্ত্রীকে উপেক্ষা করে চলার কথাও বললেন। কৌশাম্বী ছবিতে কমেন্ট করলেও, আদৃত স্পষ্ট জানিয়ে দিলেন, সে কমেন্ট তিনি এড়িয়ে যাচ্ছেন ।
আদৃতের ছবির কমেন্টে টুইস্ট (Adrit Roy)
আদৃত (Adrit Roy) যে দুটি ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে কৌশাম্বী আর তিনি খুনসুটিতে ব্যস্ত। কৌশাম্বীর পরনে গোলাপি শাড়ি। সাথে মানানসই হালকা গয়না। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে আদৃত লিখেছেন, “মাঝে মাঝে খুব বিরক্ত করে বউ”। ওই পোস্টে একের পর এক মন্তব্যে কমেন্ট বক্স ভরে গিয়েছে। ছবিটি প্রচুর শেয়ারও হয়েছে। আসলে এই কমেন্ট বক্সে রয়েছে ইন্টারেস্টিং ব্যাপারটা। আদৃতের ওই ছবির পোস্টে কৌশাম্বী চক্রবর্তী নিজে কমেন্ট করে লিখেছেন, “লজ্জা করে না তাই না?” স্ত্রীর কমেন্টের আবার রিপ্লাই দিয়ে আদৃত লিখেছেন “ম্যাডাম আপনার কমেন্টটা আমি ইগনোর করলাম। কিছু মনে করবেন না”।
মজার ছলে পোস্ট (Adrit Roy)
আসলে এই ছবিটি আদৃত (Adrit Roy) একেবারেই মজার ছলে পোস্ট করেছেন। তাছাড়া আদৃত তাঁর ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই রাখেন। আদৃত-কৌশাম্বীর এহেন খুনসুটির মুহূর্ত দেখে, নেটিজেনরা তো ভীষণ খুশি।
আরও পড়ুন: Katrina Kaif: অভিনয় ছেড়ে আধ্যাত্মিকতায় মন! শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে গেলেন ক্যাটরিনা
অনুরাগীদের মন্তব্য
আদৃতের পোস্টে এক অনুরাগী তো লিখেই ফেললেন, “লজ্জা করেনি এটাই ভালো। আদৃত দা একসাথে ফটো দিয়েছে দেখে, আমরা খুশি হয়ে গেছি। লজ্জা করলে সেটা হতো না তো। একসাথে খুব মিষ্টি লাগছে”। আবার এক অনুরাগী লিখেছেন, “যাক আজ এতদিন পর এই বিশেষ দিনে বউ অন্তত একটু শান্তি পেল। এই বিশেষ দিনটা বউয়ের মনে থাকবে সারা জীবন। ফেব্রুয়ারির ২৪ তারিখটা স্মরণীয় হয়ে থাকবে”। আরেক অনুরাগীর বক্তব্য “ভাবছি এরকম আরও কত মিষ্টি মিষ্টি ছবি লুকিয়ে রেখেছে ফোনে, এরকম একটু তো পোস্ট করাই যায় নাকি”।

আরও পড়ুন: Chhaava: তথ্য বিকৃতির অভিযোগ, মানহানি মামলার মুখে ভিকির ‘ছাবা’!
সংসারের পাশাপাশি চলছে শুটিংয়ের কাজ
একটা সময় ছিল, এই জুটি তাঁদের প্রেমের সম্পর্কের কথা স্বীকারই করেননি। শুধু তাই নয়, পর্দার ‘দাদা-বোন’ নিজেদেরকে সম্বোধন করতেন ‘প্রিয় বন্ধু’ বলে। তারপর হঠাৎ করে, বিয়ের কথা সামনে আসতেই বেশ অবাক হয়েছিলেন অনুরাগীরা। গত বছরের মে মাসে দুজনে গাঁটছড়া বাঁধেন। শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। সংসারের পাশাপাশি এই জুটির সময় কাটছে ভীষণ ব্যস্ততায়। এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’তে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে আদৃতকে। অপরদিকে ‘ফুলকি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে কৌশাম্বীকে।