যে অক্ষয় কুমার (Akshay Kumar) একটা সময় বলিউডে (Bollywood ) রাজ করতেন, একের পর এক হিট সিনেমা উপহার দিতেন, তাঁর কেরিয়ারে নাকি এখন হিটের খরা! সাম্প্রতিক সময় দাঁড়িয়ে অক্ষয়ের হিট ছবির তালিকা খুঁজতে গেলে, একটু নাজেহাল হতে হবে বৈকি। আর তাই কি তিনি চড়া দামে বিক্রি করে দিলেন তাঁর বোরিভালির সাধের ফ্ল্যাট? অর্থাভাবে নাকি অন্য কোনও কারণ রয়েছে? নিজের সাধের ঘর বলে কথা। সেই ফ্ল্যাট বলিউড খিলাড়ি কিভাবেই বা বিক্রি করলেন? একগুচ্ছ প্রশ্ন উঠছে অনুরাগীদের মনে।
কত টাকায় ফ্ল্যাট বিক্রি করলেন?
বলিউডের ফিসফাস বলছে, অক্ষয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল ওবেরয় রিয়ালিটি সংস্থার নির্মিত স্কাই সিটিতে। সেই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে কি ছিল না! তিনটে ঘর সহ ছিল ষ্টুডিও। অন্দর সজ্জা ছিল চোখ ধাঁধানো। ২০১৭ সালে প্রায় ২.৩৮ কোটি টাকা দিয়ে অক্ষয় ওই ফ্ল্যাটটি কিনেছিলেন। সেই ফ্ল্যাটটাই নাকি তিনি বিক্রি করে দিলেন। নিঃসন্দেহে ২০১৭ সালে কেনা সম্পত্তির পরিমাণ এখন অনেকটাই বেড়েছে। এও শোনা যাচ্ছে, ২১শে জানুয়ারি তিনি ‘স্কাই ফোর্স’ মুক্তির প্রাক্কালে পূর্ব বোরিভালির সুন্দর ফ্ল্যাটটি চড়া দামি বিক্রি করে দিয়েছেন। কিনেছিলেন প্রায় আড়াই কোটি টাকা দিয়ে, আর বিক্রি করলেন প্রায় ৪.২৫ কোটি টাকায়। অক্ষয় লাভ করেছেন। এমনটা বলছেন অনেকেই। কিন্তু এই ফ্ল্যাট বিক্রির ব্যাপারটা খিলাড়ির অনুরাগীরা খুব একটা ভালো চোখে দেখছে না।
অক্ষয়ের সময় ভালো যাচ্ছে না!
অনেকেই বলছেন, সময়টা এখন অক্ষয় কুমারের খুব একটা ভালো যাচ্ছে না। বক্স অফিসে হাজার চেষ্টা করছেন, কিন্তু খিলাড়ি তাঁর আগের মেজাজে ম্যাজিক দেখাতে পারছেন না। যে অক্ষয়ের হাত ধরে বলিউড দেখেছিল একের পর এক ব্লকবাস্টার। সেই অক্ষয়ের ছবি এখন দর্শকরা সেভাবে দেখছে না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কোথায় গলদ থেকে গেল? এর আগে টানা ১৬টি ফ্লপের মুখোমুখি হতে হয়েছে অভিনেতাকে। হিট সেভাবে দিতেই পারছেন না। যদিও তাঁর ঝুলিতে প্রচুর কাজ। একের পর এক ছবি রয়েছে তাঁর হাতে।
আরও পড়ুন: Shiboprosad-Nandita: ডাকাতের পর টলিপাড়ায় ভূতের উপদ্রব, শিবু-নন্দিতার ঘরেই আসল রহস্য
অক্ষয়ের নামে বিপুল সম্পত্তি
যদি ফ্ল্যাট বিক্রির প্রসঙ্গের কথা বলেন, শুধু এই একটা স্থাবর সম্পত্তি নয়, অক্ষয়ের ভাঁড়ারে এরকম প্রচুর সম্পত্তি রয়েছে। জুহুতে অক্ষয়-টুইঙ্কেলের যে বাংলো রয়েছে, যেন আস্ত একটা উদ্যান। গোয়াতেও রয়েছে পর্তুগিজ স্টাইলের একটি ভিলা। যেখানে এই তারকা দম্পতি দুই সন্তানকে নিয়ে মাঝেমধ্যে গিয়ে সময় কাটান। কানাডাতেও অক্ষয়ের নামে রয়েছে বিপুল সম্পত্তি। এও শোনা যায়, টরন্টোর পাহাড়ি এলাকায় জমি কিনে একাধিক বাংলো বানিয়ে ফেলেছেন অক্ষয়।
তবে বোরিভালির তাঁর সাধের ফ্ল্যাট কেন বিক্রি করে দিয়েছেন, তা এখনও জানা যায়নি। অনুরাগীদের অনেকে মনে করছেন, হয়ত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর যদি ফ্লপ ছবির কথা বলেন, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘স্কাই ফোর্স’। সেক্ষেত্রে প্রথম দিনের ব্যবসার গ্রাফ কিন্তু ভালো ফল দিচ্ছে।
আরও পড়ুন: Sohini Guha Roy: পরিশ্রমে বিশ্বাসী সোহিনী, ছোটো পর্দা ছেড়ে যেতে চান বলিউডে!