ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যজুড়ে ধর্ষণ- নারী নির্যাতনের অভিযোগ অব্যহত। আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ (Allegation of Harassment) হুগলির গুরাপে। অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করেছে গুরাপ থানার পুলিশ। হুগলি জেলা গ্ৰামীন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নাবালিকার পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার সন্ধ্যায় হঠাৎ নিখোঁজ হয়ে যায় নাবালিকা। পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এরপর নাবালিকার বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে ধনিয়া খালি গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত (Allegation of Harassment) বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ওই ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়।
আরও পড়ুন: তিক্ত সম্পর্কে মিষ্টির ছোঁয়া, মুখ্যমন্ত্রীকে উপহার পাঠালেন রাজ্যপাল বোস
আরও পড়ুন: উপনির্বাচনে সবুজ ঝড়, মেদিনীপুরেও তৃণমূল
নাবালিকার মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ময়নাতদন্তের জন্য। সেখানেই হবে নাবালিকার ময়নাতদন্ত হবে। অন্যদিকে, অভিযুক্তকে রিমান্ডে চেয়ে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় মোতায়েল রয়েছে পুলিশ বাহিনী।
আরও পড়ুন: উপনির্বাচনে ছয়ে ৬ তৃণমূল, শক্ত ঘাঁটিতেও শূন্য BJP
আরজি কর কাণ্ডের পর থেকে রাত-দখল, আন্দোলন, প্রতিবাদ চললেও ভয় ধরেনি ধর্ষকদের। রাজ্যজুড়ে একের পর এক উঠে আসছে ধর্ষণ-খুনের অভিযোগ (Allegation of Harassment) । কোথাও ধর্ষণ, কোথাও ধর্ষণের চেষ্টা, কোথাও কটূক্তির অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে, নাগরিক প্রতিরোধ সত্ত্বেও কী ভাবে অপরাধীরা এত বেপরোয়া?