ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাকুম্ভের(Maha Kumbha 2025) পুণ্য ভূমিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে সোমবার ডুব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর গোটা পরিক্রমায় তাঁর সঙ্গী হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath), বাবা রামদেব ও অন্যান্য সাধুরা।
সোমবার প্রয়াগরাজে পরিবার নিয়ে হাজির শাহ(Maha Kumbha 2025)
সোমবার পূর্বনির্ধারিত সূচি মতোই প্রয়াগরাজের মহাকুম্ভে(Maha Kumbha 2025)পৌঁছে যান তিনি। সকাল ১১ নাগাদ নামেন বিমানবন্দরে। কুম্ভ দর্শনে শাহের সঙ্গেই হাজির হয় তাঁর পরিবার। শাহের সঙ্গে ছিলেন পুত্র জয় শাহ এবং নাতিও। এদিন বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর পরিবারকে স্বাগত জানাতে পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
ত্রিবেণী মহাসঙ্গমে ‘শাহী ডুব’(Maha Kumbha 2025)
জানা গিয়েছে, মহাকুম্ভে(Maha Kumbha 2025) গিয়ে প্রথমে হেলিকপ্টার ও তারপর স্টিমার চেপে আরেল ঘাটে পৌঁছে যান তাঁরা। এরপর কড়া নিরাপত্তার সঙ্গে ত্রিবেণী মহাসঙ্গমে চলে ‘শাহী ডুব’। বৈদিক মন্ত্র জপের মধ্যে সঙ্গমে ডুব দেন অমিত শাহ। তাঁর স্নানের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই সব ভিডিয়োতে দেখা যাচ্ছে শাহ, আদিত্যনাথ, রামদেব এবং অন্যান্য সাধুসন্তদের ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে দেখা যায়। স্নানের মাঝে একে অপরের দিকে জলও ছিটিয়ে দেন। ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে পুজো দেন শাহ। পরে নিজের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, ‘‘সনাতন ধর্ম দর্শনে কথা বলে কুম্ভ। সম্প্রীতির শিকড় লুকিয়ে এখানে।’’
ত্রিবেণী সঙ্গমের আরতি অনুষ্ঠানেও যোগ শাহর
পুণ্যস্নান সেরে ত্রিবেণী সঙ্গমের আরতি অনুষ্ঠানেও যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যান হনুমান মন্দিরেও। সেখানে পুত্রকে নিয়ে ছিলেন জয়ও। পুজো সেরে পরিবার নিয়ে শাহ জুনা আখড়াতে। সেখানেই সাধুদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: Unified Pension Scheme: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন শুরু, চালু হচ্ছে ইউনিফায়েড পেনশন প্রকল্প!
আগামী ৫ ফেব্রুয়ারি মহাকুম্ভে যেতে পারেন মোদিও
প্রসঙ্গত, প্রয়াগরাজের মহাসঙ্গমের তীরে এখন উৎসবের আমেজ। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। প্রয়াগরাজ প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত ১২ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে এসেছেন। ২৯ জানুয়ারি ‘মৌনী অমাবস্যা’। সে দিন মহাকুম্ভে অনেক মানুষের সমাগম হবে বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে তার পরই প্রয়াগরাজ আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৫ ফেব্রুয়ারি, দিল্লি ভোটের দিনই তিনি মহাকুম্ভে আসবেন বলে এখনও পর্যন্ত ঠিক আছে। তার আগেই ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে গেলেন শাহ।