ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সরস্বতী পুজো মানে বাঙালির প্রেম দিবস। সেই প্রেম দিবসেই প্রকাশ্যে এসেছে সংগীত শিল্পী অনিন্দিতা মিত্রর (Anindita Mitra) নতুন মিউজিক ভিডিও ‘তোমায় মনে পড়ে’ (Tomay Mone Pore)। বাঙালির প্রেম দিবসে প্রেম নিয়ে কল্পনা। ভালোবাসা এমন একটা আবেগ, যা মানুষ নিজের মনের মধ্যে সযত্নে লালন করে। আর সেই আবেগকে কথায় কল্পনায় ফুটিয়ে তোলা হয়েছে গানের মাধ্যমে। সাথে রয়েছে শিল্পী অনিন্দিতার গলার সুরের মূর্ছনা। শুটিং হয়েছে শ্রীরামপুরে। এই গানটি সম্পর্কে নানান অজানা কথা তিনি শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
রেট্রো প্যাটার্নের কল্পনার গান (Anindita Mitra)
অনিন্দিতা মিত্রের (Anindita Mitra) কথায়, গানটা কম্পোজ হয়েছে প্রায় এক বছর আগে। অনেকদিন ধরেই তিনি ভেবেছিলেন প্রেমের গান অর্থাৎ রোমান্টিক ঘরানার কিছু একটা করবেন।। এটা নিয়ে ভাবতে ভাবতেই এই গানের কম্পোজিশনটা মাথায় আসেন কম্পোজারের মাথায় । অনিন্দিতার কথায়, “গানটি লিখেছেন, লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ ঘোষ স্বস্তিদার। গানটির মিউজিক ডিজাইনার নির্মাল্য হামটু দে। ভিডিওটি করেছেন প্রমিত গাঙ্গুলী এবং অলিভিয়া ব্যানার্জি। প্রমিত পাশাপাশি একজন গায়কও। প্রমিত এবং অলিভিয়া মিলে সুন্দরভাবে এই গানেতে কাজ করেছেন। আর ফিচার করেছেন দোলন এবং গৌরব। দুজনেই খুব মিষ্টি করে অভিনয় করে কাজটা করেছে। আমরা মোটামুটি এখানে সূত্রধরের কাজ করেছি। এই গানটা একটু রেট্রো প্যাটার্নের গান। তবে বিচ্ছেদের নয় কল্পনার”।
বাঙালির ভালোবাসা দিবসে ভালোবাসার গান (Anindita Mitra)
“শান্ত নদীর ক্লান্ত তীরে বইবে বাতাস ধীরে ধীরে”, এক্ষেত্রে প্রেমিক-প্রেমিকা যুগল চিন্তা করছে (Anindita Mitra)। এখানে কল্পনা মিশে গিয়েছে প্রকৃতির সাথে। কিন্তু গানটি সরস্বতী পুজোতেই বা কেন রিলিজ করল? এক্ষেত্রে অনিন্দিতার কথায়, “আসলে সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর গানটা প্রেমের গান। আমাদের ইচ্ছে ছিল ভ্যালেন্টাইনস মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে রিলিজ করার। তাছাড়া সরস্বতী পুজোর দিন একটা স্পেশাল দিন। তাই সেই দিনই আমরা গানটা রিলিজ করলাম”।
আরও পড়ুন: Tollywood: টলিউডে আবারও সমস্যার জট, প্রাপ্য সম্মান পাচ্ছেন না পরিচালকরা!
প্রেম নিয়ে মানুষের কল্পনা
এই গানের সঙ্গে কি শিল্পী অনিন্দিতার (Anindita Mitra) ব্যক্তিগত জীবনের সম্পর্ক আছে? এ প্রসঙ্গ তিনি বলেন, “প্রেমের সঙ্গে প্রত্যেকেরই একটা সম্পর্ক থাকে। একটা কল্পনা তো থাকেই। আমার মনে হয়, প্রত্যেকের সাথেই এই কল্পনাটা মোটামুটি মিলতে পারে। এখানে নস্টালজিক ফিলিংস রয়েছে। বিশেষ বিশেষ সময় ভালোবাসার মানুষ পাশে থাকলে ঠিক কি হতে পারত, এই যে মানুষের মনের কল্পনা, ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর যে ইচ্ছে গুলো, এক্ষেত্রে প্রত্যেক মানুষেরই প্রেম নিয়ে এমন কল্পনা থাকে। এরকম আমারও কল্পনা রয়েছে”।
দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া
গানটি মুক্তির পর দর্শক শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন? অনিন্দিতার কথায়, ” ফিডব্যাক খুব ভালো আসছে। ইউটিউবে সুচিত্রা মিউজিকের যে চ্যানেল থেকে আমার কাজটা রিলিজ হয়েছে, তার মূল কর্ণধার শঙ্কর হালদার। তিনি খুব সহযোগিতা করেছেন। কাজের প্রথম থেকেই পাশে ছিলেন। মানুষ ভালো ভালো কমেন্টস করছে। ভালো ফিডব্যাক পাচ্ছি। মানুষের গানটা শুনে খারাপ লাগছে না”।
আরও পড়ুন: Junaid Khan: বাবার পরিচয় দিতে লজ্জা পান আমিরের ছেলে! তারকা সন্তানের এ কি হাল?
প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ
অনিন্দিতা এই গান নিয়ে ভীষণ আশাবাদী। দর্শকদের উদ্দেশ্যে অনিন্দিতার নতুন গানের পাশে থাকার জন্য আবেদন করেছেন। বলেন “নতুন গান মানেই একটা এক্সাইটমেন্ট থাকে। দর্শকদের উৎসাহ আশীর্বাদ ছাড়া আমাদের এক্সাইটমেন্ট, ইচ্ছা অনেক সময় একটু কম হয়ে যায়। দর্শক যেন প্রত্যেকটা নতুন গানের পাশে থাকে। যেমন আমরা দেখেছি, পুরনো গানের পাশের সবাই আমরা আছি। তেমনি নতুন গানের পাশে দর্শক থাকলে আমরা শিল্পীরা নানান ধরনের গান একটু চেষ্টা করতে পারি। সাহস করে এগোতে পারি। আর প্রেম যেন প্রত্যেকের মধ্যে থাকে। কারণ প্রেম ছাড়া জীবনটা অসম্পূর্ণ। জীবনে বাঁচতে হবে ভালোবেসে”।