Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় (Tollywood ) শোকের ছায়া। শোকস্তব্ধ কলাকুশলীরা। প্রয়াত বিখ্যাত পরিচালক অরুণ রায় (Arun Roy)। বহুদিন ধরেই তিনি মারণ রোগে ভুগছিলেন। চিকিৎসা চলছিল, কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর জি কর হাসপাতালে। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি আরজি করে ভর্তি হয়েছিলেন ফুসফুসের সংক্রমণের কারণে। কিন্তু শেষমেষ জীবন যুদ্ধে হেরে গেলেন ‘বাঘা যতীন’ (Bagha Jatin) এর পরিচালক।
দেখতে গিয়েছিলেন দেব (Arun Roy)
গত ২১ ডিসেম্বর থেকে তিনি আর জি করে ভর্তি ছিলেন। সেই সময় দেব (Dev) পরিচালককে দেখতেও যান। তখনই জানা গিয়েছিল, দেবের সঙ্গে পরিচালকের (Arun Roy) কথা হয়েছে। কিন্তু অরুণবাবু সেই সময় এতটাই অসুস্থ ছিলেন যে, দেবের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেননি। বাংলা সিনেমার খ্যাতনামা গুণী পরিচালক বলে কথা। তাঁকে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড। নতুন বছরের দ্বিতীয় দিনেই এমন খবর আসবে কেউ ভাবতেও পারেননি।
অসুস্থ অবস্থায় টানা শুটিং করেছেন (Arun Roy)
অরুণ রায় (Arun Roy) বেশ কিছু বছর ধরে কণ্ঠনালীর ক্যান্সারে ভুগছিলেন। এর আগেও চিকিৎসা চলেছে। বাঘা যতীনের শুটিং এর সময়ও তিনি অসুস্থ ছিলেন। তবে প্রতিকূলতাকে তিনি বাধা বলে মনেই করতেন না। অসুস্থ অবস্থায় টানা শুটিং করে গেছেন। কাজের সঙ্গে সমঝোতা করতে নারাজ ছিলেন তিনি। জীবনের কঠিন সময় ছিলেন ভীষণ পজেটিভ। যখনই তাঁকে ক্যান্সার সংক্রান্ত কোনও বিষয় প্রশ্ন করা হত, তিনি আপত্তি জানাতেন। তিনি মনে করতেন, এই রোগ যে কারোরই হতে পারে। এটা কোনও আলোচ্য বিষয় হতে পারে না। পরিচালকের মনোবলের প্রশংসা করতেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
আরও পড়ুন: Raj-Subhashree: ২০২৪-এর শেষ রাত, রাজ-শুভশ্রীর প্রেমের রাত! সাক্ষী থাকলো গোটা বিশ্ব
ক্যান্সার কাবু করে ফেলেছিল
বছর শেষের আগে থেকেই তাঁর শারীরিক অবস্থা অবনতি ঘটে। কেমোথেরাপির প্রয়োজন পড়ে। শেষ কদিন তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়েছিল । ক্যান্সার তাঁকে কাবু করে ফেলেছিল। পরিচালক নিয়মে থাকলেও, শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার জেরে ফুসফুসের দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রমণ। ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ঠিকই, কিন্তু শারিরীক অবস্থার উন্নতি হচ্ছিল না। তাঁকে ভেন্টিলেশনে জীবন দায়ী ব্যবস্থায় রাখা হয়েছিল। জীবন মৃত্যুর লড়াই চালালেও শেষ পর্যন্ত তিনি হেরে গেলেন।
টলিউডের গুণী পরিচালক
অরুণ রায়কে টলিপাড়ায় সবাই এক নামে চেনে। একজন দক্ষ পরিচালক হিসেবে ‘হীরালাল’ ছবিতে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর কদর। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ। তারই সঙ্গে আবার করেন ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ ছবি। অরুণ রায়ের হাত ধরে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল। দেবকে নিয়ে করেছিলেন ‘বাঘা যতীন’। এই ছবির শুটিংয়ের সময় পরিচালকের ক্যান্সার ধরা পড়ে। প্রথম স্টেজে ক্যান্সার ধরা পড়েছিল খাদ্যনালীতে। সেই অবস্থায় তিনি শুধু ‘বাঘা যতীন’ নয়, ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও শেষ করেছেন। পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন ‘এগারো’ ছবিতেও।
আরও পড়ুন: Bonny-Sourav New Film: সাসপেন্স-থ্রিলারে মুখোমুখি বনি-সৌরভ, নতুন বছরে আসছে ‘ঝড়’
শ্রদ্ধা জানাবেন দেব
শোনা যাচ্ছে, অরুণ রায়কে শেষবারের মতো দেখতে যাবেন দেব। তবে আর জি করে যাবেন না। দেহ বাড়িতে এলে, সেখানে শ্রদ্ধা জানাবেন তিনি।