ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কুম্ভ মেলার মতো গঙ্গাসাগর মেলাকে (Gangasagar Mela 2025) কেন জাতীয় মেলা ঘোষণা করা হচ্ছে না? তা নিয়ে কিছুদিন আগেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা শুরু হতেই একই সুর শোনা গিয়েছে মেলার দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রীদের গলাতেও। তবে মঙ্গলবার গঙ্গা স্নানে এসে উল্টো সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্ত্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। বলেন, ”বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হবে।” এদিকে সন্ধ্যা গড়াতেই সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে তাঁকে পাল্টা কটাক্ষ করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। গঙ্গাসাগরকে জাতীয় মেলার (Gangasagar Mela 2025) ঘোষণা ও সাগরদ্বীপের ভাঙ্গন নিয়ে সুকান্ত মজুমদারকে ‘জুনিয়র মন্ত্রী’ বলেও আক্রমণ শানান তিনি।
গঙ্গাসাগর মেলাকে (Gangasagar Mela 2025) জাতীয় মেলার ঘোষণা এবং সাগরদ্বীপের ভাঙ্গন রোধ নিয়ে মকর সংক্রান্তির পূণ্যস্নানের দিনেও শাসক-বিরোধী তরজা তুঙ্গে। দীর্ঘদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল তৃণমূল গঙ্গাসাগর মেলা কে কুম্ভ মেলার মতো জাতীয় মেলা ঘোষনার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু বারবার দাবি জানালেও রাজ্যের এই অনুরোধে আমল করেনি কেন্দ্র। এমনকি বুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি এবং সাগরদ্বীপে ভাঙ্গন রোধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার চিঠি দিলেও কেন্দ্র তার কোন সদুত্তর আজ পর্যন্ত দেয়নি। কেন্দ্রীয় এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রী থেকে শুরু করে খোদ মুখ্যমন্ত্রী নিজেও।
আরও পড়ুন: https://tribetv.in/asansol-news-district-hospital-cured-cancer-patient/
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে (Gangasagar Mela 2025) পুণ্য স্নানে ও এই নিয়ে শাসক-বিরোধী তরজা অব্যাহত রইল। মঙ্গলবার সকালে গঙ্গাসাগরে পূণ্যস্নানে এসে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সমস্ত কিছু নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তোলেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, যেদিন বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসবে, সেদিন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হবে। সেইসঙ্গে সাগরদ্বীপের ভাঙ্গন রোধ ও বুড়িগঙ্গা উপরে ব্রিজ তৈরির দাবি নিয়েও রাজ্য সরকারকেই দুসেছেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: https://tribetv.in/partha-chatterjee-news-about-recruitment-legal-procedur/
তিনি দাবি করেছিলেন রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক প্রক্রিয়া মেনে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দফতরকে লিখিতভাবে না জানান, তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষে বুড়িগঙ্গায় ব্রিজ তৈরি বা সাগরদ্বীপের ভাঙ্গন রোধ নিয়ে কোনও কিছুই করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী নিজেই এই ধরনের কোনও উদ্যোগ নেননি। এমনকি, গঙ্গাসাগরে হিন্দু ধর্মালম্বীদের নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি (Gangasagar Mela 2025)।
সুকান্ত মজুমদারকে তার জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি পরিষ্কার বলেন, ‘রাজ্যে আগামী ১০ বছরে কেন একশো বছরেও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। উনারা দিবাস্বপ্ন দেখছেন। তাই কে, কবে কোথায় কী করবেন-তার জন্য মুখ্যমন্ত্রী বসে থাকবেন না। যা করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করবেন (Gangasagar Mela 2025)।’
আরও পড়ুন: https://tribetv.in/gangasagar-mela-2025-pilgrims-enjoyed-the-great-festiv/
সাগরদ্বীপের ভাঙন রোধ নিয়ে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে কড়া সুকান্ত মজুমদারের বক্তব্যেও বিরোধিতা করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতিকে পাল্টা জবাব দিতে গিয়ে তাঁকে ‘জুনিয়র মন্ত্রী’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যের ক্রীড়ামন্ত্রী। সুকান্ত মজুমদারকে খোঁচা দিয়ে অরূপ বিশ্বাস বলেন, ‘উনি জুনিয়র মন্ত্রী। মুখ্যমন্ত্রী পিএমও কে চিঠি দিয়েছেন। সেই অব্দি পৌঁছানোর ক্ষমতা উনার নেই। তাই প্রধানমন্ত্রী বা তার দফতরকে কে কী চিঠি দিয়েছেন, তা উনি জানতে পারেন না। তাই ভুলভাল বলছেন (Gangasagar Mela 2025)।’