ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গৌতম আদানির(Gautam Adani)ছোট ছেলে জিৎ আদানির সঙ্গে শুক্রবার বিয়ে সম্পন্ন হয়েছে, হিরে ব্যবসায়ীর কন্যা দিবা শাহের। আমেদাবাদে আদনি টাউনশিপে এই বিয়ের আসর বসেছিল। শান্তিগ্রাম নামে ওই টাউনশিপে বিয়ের আসরে আমন্ত্রিতের সংখ্যা ৩০০ ছিল বলে খবর। গতমাসে মহাকুম্ভ মেলায় গিয়ে তিনি বলেছিলেন, তাঁর ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে হবে। সেই কথা রাখলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। শুধু তাই নয়, ছেলের বিয়েতে সাধারণ মানুষের কল্যাণে ১০ হাজার কোটি টাকা দান করলেন তিনি।
আড়ম্বরপূর্ণ হল না আদানি-পুত্রের বিবাহ অনুষ্ঠান(Gautam Adani)
গৌতম আদানির(Gautam Adani) পুত্র জিৎ আদানির বিয়ের আয়োজন নিয়ে নানা জল্পনা চলছিল। কতটা জাঁকজমক করে বিয়ে হবে, তা নিয়ে নানা কথা উঠে আসছিল। কিন্তু, তিনি যে ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে দেবেন, সেকথা গত ২১ জানুয়ারি মহাকুম্ভে গিয়েই জানিয়ে দেন গৌতম আদানি। খুব আড়ম্বরপূর্ণ হল না বিবাহ অনুষ্ঠান। আহমেদাবাদে মূলত পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাক্ষী রেখেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জিৎ এবং দিবা শাহ।
আমন্ত্রিত অতিথিদের পৈঠানি শাড়ি উপহার(Gautam Adani)
গৌতম আদানির(Gautam Adani) কনিষ্ঠ পুত্রের বিবাহ অনুষ্ঠান হল জৌলুসহীনভাবেই। ঘরোয়াভাবেই অনুষ্ঠান হল আহমেদাবাদে আদানি টাউনশিপে।এই টাউনশিপের নাম শান্তিগ্রাম। জানা গিয়েছে, বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে বোনা পৈঠানি শাড়ি উপহার দেওয়া হয়েছে। প্রায় ৪০০ কারিগর অনেক দিন ধরেই এই শাড়ি তৈরি করেছেন । মহারাষ্ট্রের নাসিকের জগদীশজি শঙ্করী পৈঠানি থেকে শাড়ি গুলি আনা হয়েছে।
আরও পড়ুন: Fact Check: বিদেশি পাইলটের মুখে মহা কুম্ভের প্রশংসা! ভাইরাল ভুয়ো দাবি
সোশ্যাল মিডিয়ায় নব দম্পত্তির ছবি পোস্ট আদানির
সর্ব ভারতীয় একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২ টে থেকে বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু হয়। মূলত জৈন ও গুজরাতি সংস্কৃতি ও পরম্পরা মেনেই বিবাহের যাবতীয় অনুষ্ঠান হয়। বিবাহের পর গৌতম আদানি নব দম্পত্তির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। খোশ মেজাজে শিল্পপতী গৌতম আদানি। সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন প্রতিক্রিয়াও। কিন্তু ক্ষমা চাইলেন কেন ? এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জিৎ এবং দিবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। প্রিয়জনদের শুভ কামনার মধ্য দিয়ে আজ আহমেদাবাদে বিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে। খুব ছোট করেই আমরা আজকে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তাই সবাইকে আমন্ত্রণ জানাতে পারিনি। যার জন্য আমি ক্ষমাপ্রার্থী।আমি জিৎ এবং দিবার জন্য আপনাদের সকলের কাছ আশীর্বাদ এবং আন্তরিক ভালবাসা কামনা করছি।’
অনুদানেই খরচ ১০ হাজার কোটি টাকা
জানা গিয়েছে বিয়ে উপলক্ষ্যে গৌতম আদানি ১০ হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন। জানা গিয়েছে, এই ১০ হাজার কোটির বেশিরভাগ টাকায় স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে। সমাজের সবস্তরের মানুষ এর সুবিধা পাবেন। আন্তর্জাতিক মানের হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সাধ্যের মধ্যে সেবা পাবেন। আদানিপুত্রের বিয়েতে কোনও সেলিব্রিটি বা ভিভিআইপির দেখা পাওয়া যায়নি। বিবাহ অনুষ্ঠান যে খুব সাধারণভাবে হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন গৌতম আদানি। কিছুদিন আগেই তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভে পৌঁছন। তখনই কনিষ্ঠ পুত্রের বিবাহের খবর জানিয়েছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান।
আরও পড়ুন: Fact Check: বিজ্ঞাপনী প্রচারকে সত্যি ভেবে খবর করল শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমেরা