ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিদায়বেলায় ক্রমেই জোরালো হচ্ছে শীতের আমেজ(Weather Update)। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র নামছে তাপমাত্রা। মাঘ জুড়ে চেনা শীতের দেখা মেলেনি রাজ্যে। শেষলগ্নে এসে কিছুটা কমল তাপমাত্রা।একেবারে শেষবেলায় এসে খেলা ঘোরাচ্ছে শীত।
কতদিন থাকবে ঠান্ডা?(Weather Update)
আবহাওয়া দফতর(Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে। তারপরে ১১ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে। তারপরে ১১ ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া(Weather Update)
সরস্বতী পুজোর পর থেকে ফিকে হয়ে যেতে বসেছিল শীতের দাপট। তবে ফের একবার শেষবেলায় এসে ঘুরে দাঁড়িয়েছে শীত। তাপমাত্রার পতনে শীতের অনুভূতি বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মাঘে থমকে ছিল শীতের আমেজ। উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ না-করায় এত দিন বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস ঢুকে পড়েছিল। তার ফলেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। ঘন কুয়াশায় ঢেকেছিল উত্তর থেকে দক্ষিণ। আবার উত্তর পশ্চিমের বাতাস রাজ্যে প্রবেশের সঙ্গে সঙ্গেই নিয়ে এসেছে হালকা শীতের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
তাপমাত্রা কমেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। রাজ্যে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই আজ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক থাকবে।

আরও পড়ুন: Picnic With Gopal Idol: ডিজে না, পিকনিকে খোল-করতাল, সঙ্গী ‘গোপাল’, ব্যতিক্রমী বনভোজন
কলকাতায় কত তাপমাত্রা?
শহর কলকাতা থেকে হারিয়ে গিয়েছিল শীত। এমনকী ভরা মাঘে বেলা বাড়লে উষ্ণতার অনুভূতি মিলছিল। তবে এবার মহানগরীতেও গতকাল থেকে শীতের আমেজ ফের চড়তে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৩১ শতাংশ। মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।