ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের কক্সবাজার-টেকনাফ এলাকার বিচ রিসর্ট এবং হোটেলগুলিতে গত তিন দশক ধরেই জনপ্রিয় বর্ষবরণ উৎসব (Bangladesh New Year)। দেশ-বিদেশের প্রায় দু’লক্ষ পর্যটক এই সময়ে সমবেত হন সেখানে। কিন্তু এ বার সেই উৎসবের উপর পড়ল অন্তর্বর্তী সরকারের কোপ। বাংলাদেশ ফের মৌলবাদী পাকিস্তানের পথে?
বাংলাদেশে বর্ষবরণে বিধিনিষেধ (Bangladesh New Year)
বাংলাদেশে এ বার বর্ষবরণের উৎসব ঘিরে জারি করা হচ্ছে নানা বিধিনিষেধ (Bangladesh New Year)। এই সব নির্দেশ জারি করছে মহম্মদ ইউনূসের সরকার। থার্টি ফার্স্ট নাইট (31st night) পালনের জন্য বিভিন্ন সৈকতে প্রকাশ্যে গানবাজনার অনুষ্ঠান করা হয় প্রতি বছর। হয় আতশবাজির খেলাও। এবার সেসবে জারি করা হয়েছে প্রশাসনিক নিষেধাজ্ঞা।
ইউনূসের কড়া নির্দেশিকা (Bangladesh New Year)
ইউনূসের বাংলাদেশ সরকারের কড়া নির্দেশিকা, ৩১ ডিসেম্বর মধ্যরাত উপলক্ষে সৈকতের পর্যটনকেন্দ্রগুলির কোনও উন্মুক্ত স্থানে কনসার্ট কিংবা অন্য কোনও অনুষ্ঠান করা যাবে না। সৈকতে আতশবাজি, পটকা ফাটানোও নিষিদ্ধ করা হয়েছে।
জামাত-ই-ইসলামি-র দাপট বাংলাদেশে
গত ৫ অগস্ট আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর থেকেই ধর্মীয় কট্টরপন্থী দল বাংলাদেশ জামাত-ই-ইসলামি-র দাপট ক্রমশ বাড়ছে বাংলাদেশে। আক্রান্ত হচ্ছেন হিন্দু সহ সংখ্যালঘুরা, অত্যাচারের শিকার হয়ে দেশ ছাড়ছেন বহু হিন্দু পরিবার, মৌলবাদীরা আক্রমণ নামিয়ে আনছে একাত্তরের মুক্তিযোদ্ধাদের উপরও। ইউনূস সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করা জামাতের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের ঘরে বাইরে।
আরও পড়ুন: Benjamin Netanyahu in Trouble: সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ, বিরোধীদের হয়রানির অভিযোগ
কক্সবাজার-টেকনাফ এলাকার বিচ রিসর্ট এবং হোটেলগুলিতে গত তিন দশক ধরেই জনপ্রিয় বর্ষবরণ উৎসব। দেশ-বিদেশের প্রায় দু’লক্ষ পর্যটক এই সময়ে সমবেত হন সেখানে। কিন্তু এi বার সেই উৎসবের উপর পড়ল অন্তর্বর্তী সরকারের কোপ। বলা ভালো, মৌলবাদীদের কোপ। তবে কি ক্রমেই ফের পূর্ব পাকিস্তান হওয়া পথে এখনকার বাংলাদেশ?
বাংলাদেশের মৌলবাদীরা কোন পথে?
তাই কি বাংলাদেশের মৌলবাদী জঙ্গিরা ছাড়া পাচ্ছে সেদেশের জেল থেকে? তারাই কি আস্তানা গাড়তেো চাইছে এপার বাংলায়? পাক মদতপুষ্ট বাংলাদেশী জঙ্গিদের নিশানায় কি ভারত? বেশ কিছুদিন ধরে চর্চা চলছিল এসব প্রশ্ন নিয়ে। বর্ষবরণ অনুষ্ঠানে ইউনূস সরকারের নিষেধাজ্ঞা যেন জানান দিল, বাংলাদেশ এখন মৌলবাদীদের খপ্পড়ে। সেই পথেই যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে ফের পাকিস্তান বানাতে চাইছে মৌলবাদীরা।