ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনে পড়ে রয়েছে লাল স্যুটকেস ভর্তি টাকা। আর সেই টাকা হাতে পেলেন টলিউডের (Tollywood) সোলাঙ্কি এবং ঋত্বিক। এই টাকা কি তাদের ভাগ্য ফেরাতে পারবে? এই প্রশ্নের উত্তর রয়েছে মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) আগামী ছবি ‘ ভাগ্যলক্ষী’তে (Bhaggyolokkhi)। নতুন বছরে অর্থাৎ ২০২৫ এর ১০ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে। এর আগে প্রকাশ্যে এসেছিল, ছবির মোশন পোস্টার। যেটি দর্শকদের নজর কাড়ে। এই গল্পের মূল সিক্রেট কী? সত্য এবং কাবেরীর জীবনে ঠিক কি ঘটতে চলেছে? তারই এক ঝলক রইল আজকের প্রতিবেদনে।
প্রকাশ্যে অফিসিয়াল ট্রেলার (Bhaggyolokkhi)
মৈনাক ভৌমিকের পরবর্তী ছবি ‘ভাগ্যলক্ষী’র (Bhaggyolokkhi) অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে মূল বার্তা, এক দম্পতির জীবন ছিল সহজ, তাদের স্বপ্ন ছিল সাধারণ। ভাগ্য তাদের দরজায় কড়া নাড়তে নামা পর্যন্ত, এমন একটি অপরাধের সাথে তারা জড়িয়ে পড়ে, যা তারা কখনও দেখেনি। প্রদীপ কুমার নন্দী দ্বারা উপস্থাপিত, নন্দী মুভিজ দ্বারা প্রযোজিত এই ছবি যে দুর্দান্ত হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
গল্পের সারসংক্ষেপ (Bhaggyolokkhi)
এই ছবির কাহিনি অনুযায়ী, সত্য এবং কাবেরী গাঙ্গুলি বিবাহিত দম্পতি, যারা একঘেয়ে এবং চাপপূর্ণ মধ্যবিত্ত জীবনে আটক। তাদের ছেলেকে সত্যের ভাইয়ের সাথে স্কুলে পড়ার জন্য দিল্লি পাঠানোর পর খরচ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। গল্প হঠাৎ মোড় নেয়। যখন সত্যের রহস্যময় পরিচিত, তার স্কুলের ছাত্র সায়ান, যাকে সে এই দম্পতি খুব ভালো ভাবে চিনত না। এক রাতের জন্য সে গাঙ্গুলি পরিবারে থাকতে চায়। অতিথি হিসেবে। রহস্যজনক ভাবে তাদের বাড়িতে মাদকের অতিরিক্ত মাত্রায় মারা যায়। রেখে যায় টাকা ভর্তি একটি স্যুটকেস। তারপর, টাকার মধ্যে লুকিয়ে থাকা গোপন রহস্যের অনুসন্ধানের পালা। তখন এই দম্পতি হেরোইন পাচারের একটি মারাত্মক জালে পড়ে। এই অবৈধ ব্যবসায় জড়িত দম্পতির কী হবে? উত্তর রয়েছে ‘ভাগ্যলক্ষী’ (Bhaggyolokkhi) ছবিতে।
আরও পড়ুন: Madhumita Sarcar: টলিপাড়ায় বড় খবর, নতুন বছরেই বিয়ে করছেন মধুমিতা
অভিনয় করছেন কারা?
‘ভাগ্যলক্ষী’তে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায়, রতন সরখেল, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, নীল মুখার্জি, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জি , যুধাজিৎ সরকার, অনন্যা দাস সহ বহু কলাকুশলী।
আরও পড়ুন: Ditipriya Roy: রাসমণির ইমেজ ভেঙে প্রেমিকা দিতিপ্রিয়া, ফিরছেন ছোট পর্দায়
পরিচালকের মতামত
ছবিটির পরিচালকের কথায়, “আমি একজন সাধারণ মধ্যবিত্ত স্বামী-স্ত্রীকে নিয়ে একটি ছবি বানাতে চেয়েছিলাম। তাদের অপরাধ ও কল্পনার জগতে ফেলে দিতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম এটি কোথায় যায়। আমার কাছে ভাগ্যলক্ষী বাস্তব জীবনের নাটকের মিশ্রণ। যেখানে বাস্তব জীবনের মানুষ কল্পনার জগতে ঝাঁপিয়ে পড়ে। আমার সাথে এই গল্পটি বলার জন্য আমি নন্দী মুভিজ এবং আমার প্রযোজকের কাছে ঋণী”।