ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দু’দিনের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে দিঘায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। একাধিক কর্মসূচি সহ নির্মীয়মান জগন্নাথ ধাম পরিদর্শনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর উপস্থিতিতে মন্দিরে ট্রাস্ট বোর্ড গঠনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আগমনে সেজে উঠছে দিঘা সুন্দরী (Digha)। বুধবার সরকারি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা বৃহস্পতিবার।
তৃণমূল (TMC) সূত্রের খবর, শুধু প্রশাসনিক কাজের জন্য নয়, দিঘা (Digha) সফরে গিয়ে জেলায় দলের সাংগঠনিক বিষয়েও খোঁজখবর নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারই বিধানসভায় ওই জেলার বিধায়কদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মুখ্যমন্ত্রী (CM)। দলের সাংগঠনিক বিষয়েও জেলার বিধায়কদের সঙ্গে একপ্রস্ত কথা হয়েছে তাঁর।
আরও পড়ুন: Mamata on Bangladesh: বাংলাদেশ নিয়ে সংযত থাকার বার্তা, ‘কলকাতা দখলে’র হুমকিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
আগামী ১৫ ডিসেম্বর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এলাকার কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন রয়েছে। এবার সেই ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই সমবায় ভোটে দলীয় প্রার্থীদের জেতাতে দ্বন্দ্ব সরিয়ে রেখে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনে জিততে জেলার নেতাদের মমতার স্পষ্ট নির্দেশ, কাঁথি সমবায় ভোট যে কোনও মূল্যে জিততেই হবে।
আরও পড়ুন: Mamata Banerjee News: ‘আমি চেয়ারপার্সন, আমিই শেষ কথা’! দলের রাশ হাতে রাখলেন মমতা
কিন্তু তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি ফের অখিলের গুরুত্ব বাড়তে শুরু করেছে দলে। মন্দারমণিতে বেআইনি হোটেল নিয়ে বিতর্কের আবহে তাঁকে নবান্নে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকও করেছিলেন অখিল। এ বার অখিলকে কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট জেতানোর জন্য বিশেষ দায়িত্বও দিয়েছেন দলনেত্রী। যদিও অনেকে আবার একে জেলা তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা বলেই মনে করছেন।
পাশাপাশি জগন্নাথ মন্দির নিয়ে এই সফরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। দিঘার অন্যতম আকর্ষণ এই জগন্নাথ মন্দির তৈরির কাজ এখন প্রায় শেষের পথে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘দিঘার জগন্নাথ মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ। আগামী বছরের শুরুর দিকেই সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে মন্দির। মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছি।’