ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুম শেষ হতে না হতেই আমজনতার পকেটে ফের ধাক্কা। মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই বাড়ল গ্যাসের দাম। শুক্রবার ১ নভেম্বর থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু ৬২ টাকা দাম বাড়ল। এবার থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮০২ টাকা। তবে ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকালে একধাক্কায় ৬২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের। দিল্লিতে ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের নতুন দাম হল ১৮০২ টাকা। একইভাবে মুম্বইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৯ কেজি সিলিন্ডার পিছু দাম বেড়েছে। বাণিজ্যনগরীতে সিলিন্ডার প্রতি বাণিজিক এলপিজির দাম পড়বে ১৭৫৪.৫০ টাকা দাম পড়বে। কলকাতায় ৬২ টাকা দাম বৃদ্ধির পরে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১৯১১.৫০ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৯৬৪.৫০ টাকা।
আরও পড়ুন: https://tribetv.in/bibek-debroy-passes-away-in-delhi-on-friday/
অন্যদিকে, এই নিয়ে টানা চারমাস বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। সিলিন্ডার পিছু ৬২ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। তবে ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। সবমিলিয়ে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের পর নভেম্বরেও উর্ধ্বমুখী গ্যাসের দাম। জানা গিয়েছে, গত চারমাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম সবমিলিয়ে ১৫৫ টাকা বেড়েছে।