ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলছে ভালোবাসার সপ্তাহ (Valentine’s Week)। বছরের বিশেষ কয়েকটা দিন নয়, বরং ভালোবাসার মানুষদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার (Debadrita Basu)। তবে ভ্যালেন্টাইন্স উইক বলে কথা, আর এই সময় পর্বে অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu) এবং রাহুল দেব বোসের (Rahul Dev Bose) প্ল্যান কী? ট্রাইব টিভির সঙ্গে সে কথাই শেয়ার করলেন অভিনেত্রী দেবাদৃতা।
শত ব্যস্ততার মাঝেও একে অপরকে সময় দেন (Debadrita Basu)
ভ্যালেন্টাইনস সপ্তাহের দিন অনুযায়ী টেডি, চকলেট থেকে শুরু করে ফুল, দেবাদৃতা (Debadrita Basu) যেমন রাহুলকে দেন। আবার রাহুলও দেবাদৃতাকে দেন। পুরো ব্যাপারটা দুই তরফ থেকেই হয়। যেহেতু দু’জনেরই কাজের ব্যস্ততা থাকে, তার মধ্যেই ভালোবাসা সপ্তাহ উদযাপনের চেষ্টা করেন। ভ্যালেন্টাইন্স ডে আলাদা করে হোক, কিংবা না হোক, প্রতিদিন শত কাজের ব্যস্ততার মাঝেও দিনের শেষে নিজেদের জন্য একটু সময় রাখেন। বছরের কোনও বিশেষ দিন নয়, সারা বছর এভাবেই একে অপরকে সময় দেন রাহুল এবং দেবাদৃতা।
সম্প্রতি খাকি সিরিজে দেখা গিয়েছে রাহুল দেব বোসকে। সেটা নিয়ে দেবাদৃতা (Debadrita Basu) ভীষণ এক্সাইটেড। দেবাদৃতা আশা করেন, এই ছবিটা ব্লকবাস্টার হবে। তখন একটা বড় সেলিব্রেশন তো অবশ্যই হবে। একজন ফ্যান হিসেবে সেই সেলিব্রেশনের জন্য দেবাদৃতা অপেক্ষা করছেন। রাহুলের কাছে এই কাজটা একটা ‘বিগ ব্রেক’। তাই দেবাদৃতা ভীষণ খুশি। তিনি বিশ্বাস করেন, রাহুলের জন্য এখন অনেক ভালো ভালো কাজ অপেক্ষা করছে।
একসঙ্গে ডিনার (Debadrita Basu)
এখন রাহুল এবং দেবাদৃতা (Debadrita Basu) দু’জনেই ডায়েটে রয়েছেন। বাইরে খুব একটা খেতে যাচ্ছেন না। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, সেই দিন কি আলাদা কোনও প্ল্যান রয়েছে? সে বিষয়ে ট্রাইব টিভিকে দেবাদৃতা বলেন, “আমরা আসলে এই মুহূর্তে জাঙ্ক ফুড এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। বাইরে হেলদি খাবার খাওয়াতে কোনও অসুবিধা নেই। আগামী ১৪ তারিখে একটা পরিকল্পনা রয়েছে, তবে যদি শুটিং থাকে তাহলে বিষয়টা একটু চাপের হয়ে যাবে। তবে ডিনারটা একসঙ্গেই করার চেষ্টা করব”।
আরও পড়ুন: Salman Khan: প্রেমিকা ঠকালে কী করবেন? সলমন দিলেন ভাঙা হৃদয় ঠিক করার উপদেশ
কীভাবে কাটাবেন ভ্যালেন্টাইন্স ডে?
দেবাদৃতা মনে করেন, ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য বিশেষ দিন নয়। এটা ভালোবাসার দিন। এদিন প্রত্যেক কাছের মানুষের সঙ্গে সময় কাটানোটা ভীষণ স্পেশাল। প্রেমিকের পাশাপাশি বোন এবং বাবা-মায়ের সঙ্গেও বিশেষ মুহূর্ত কাটাবেন। সবাইকে নিয়ে তিনি ওই দিনটা হৈ হৈ করে কাটাতে চান।
আরও পড়ুন: Subhasree-Yuvaan: মা শুভশ্রীর পথে হাঁটছে ইউভান! কীর্তি দেখে অবাক অনুরাগীরা
দেবাদৃতার বিশেষ ভ্যালেন্টাইনস ডে
গত বছর দেবাদৃতা রাহুলকে এই দিন উপহার হিসেবে দিয়েছিলেন ফটো ফ্রেম। এ বছর দেবাদৃতা রাহুলকে বলেই দিয়েছেন, বাড়িতে প্রচুর টেডি ভরে গিয়েছে। তাই এবার অন্তত টেডিতে ‘না’ দেবাদৃতার। তবে অভিনেত্রী মনে করেন, বস্তুগত উপহারের থেকেও মূল্যবান উপহার হল সময়, ভালোবাসা এবং সম্মান। একসাথে কাটানো রাহুল দেবাদৃতার এটি তৃতীয় ভ্যালেন্টাইনস ডে। তবে প্রথম ভ্যালেন্টাইনস ডে দেবাদৃতার কাছে অত্যন্ত স্পেশাল ছিল। সেই সময় রাহুল তাঁকে প্রোপোজ করেছিলেন। শুটিংয়ের মাঝে হঠাৎ প্রচুর উপহার নিয়ে হাজির হয়েছিলেন দেবাদৃতার কাছে।