ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্রমেই বিষাক্ত হচ্ছে দিল্লির বাতাস, তারই মধ্যে বরফে ঢাকা কাশ্মীরে জঙ্গি হানা (Delhi Pollution and Militant Attack in Kashmir)। একদিকে বাতাসের গুণমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লিবাসীর কাছে। শহরজুড়ে বেড়েছে দূষণের মাত্রা। অন্যদিকে ডিসেম্বরের শুরুতেই তুষারপাতের (Snowfall) সাক্ষী থাকলো জম্মু-কাশ্মীরের কুপওয়ারা। এরই মাঝে শ্রীনগরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল এক জঙ্গি (A Militant Was Killed In The Gunfight)।
দিল্লির বাতাসে বিষ ! (Delhi Pollution and Militant Attack in Kashmir)
আট বছর ধরে, দূষণের মাত্রা একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দিল্লিবাসীর কাছে। প্রতি শীতকালে দিল্লির বাতাসে ক্ষতিকারক ধোঁয়াশা (Harmful Smog In Delhi Air) তৈরি হয়। এবছরেও তা অব্যাহত রয়েছে। দীপাবলির আগে থেকেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল দিল্লির বাতাসের গুণমান। এ বছরও প্রশাসনের বাজি ফাটানোর নিষেধাজ্ঞায় কর্ণপাত করেননি সাধারণ মানুষ।দোসর হয়ে দাঁড়িয়েছে হরিয়ানা, পাঞ্জাব, এবং উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে খড় পোড়ানোর মতো কার্যক্রম।
ফলে ক্রমবর্ধমান দূষণের (Increasing Pollution) জেরে সেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘন কুয়াশার আস্তরণে আচ্ছন্ন দিল্লি। বায়ুর মানের রিডিং একাধিক এলাকায় ‘খুব খারাপ’ বিভাগে পৌঁছে গিয়েছে। শহরের এয়ার কোয়ালিটি ইনডেস্কের পরিসংখ্যান যথেষ্টই উদ্বেগজনক, যা শহরের দূষণ সংকটের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে জানানো হয়েছে, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে দিল্লির বায়ুর গুণমান সূচক। অক্ষরধাম এবং আনন্দ বিহারেও উদ্বেগ বাড়িয়েছে ‘দূষিত বাতাস’ (Delhi Pollution and Militant Attack in Kashmir)।
আরও পড়ুন: Lucknow Airport Shocker: মুম্বাইগামী পার্সেলে নবজাতকের দেহ! আতঙ্ক লখনউ বিমানবন্দরে
কুপওয়ারায় তুষারপাত (Delhi Pollution and Militant Attack in Kashmir)
এরই মাঝে তুষারপাতের সাক্ষী থাকলো জম্মু-কাশ্মীরের কুপওয়ারা (Snowfall In Kupwara)। মঙ্গলবার সকাল থেকে কুপওয়ারার মাচিল সেক্টরে (Machil Sector) শুরু হয় তুষারপাত। বিভিন্ন শৈলশহরের পাশাপাশি বরফের টানে জম্মু-কাশ্মীরেও শয়ে শয়ে পর্যটকেরা ভিড় জমান (Crowds Of Tourists)। কিন্তু এবছর শীতের মরসুম পড়ে গেলেও সেভাবে দেখা মিলছিল না তুষারপাতের। ফলে হতাশই হচ্ছিলেন পর্যটকেরা। তবে পর্যটকদের নিরাশ না করে গত সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে নতুন করে তুষারপাত শুরু হয় (Starting Snow Falls)। এই পরিস্থিতিতেও জঙ্গি হানা ভূস্বর্গে (Delhi Pollution and Militant Attack in Kashmir)।
শীতে কাঁপছে শ্রীনগর (Srinagar Is Shivering In Winter)
মঙ্গলবার কুপওয়ারার মাচিল সেক্টর ঢেকে যায় সাদা বরফে। পুরু বরফের স্তরে ঢাকা পড়ে উপত্যকা। যার ফলে স্থানীয় বাসিন্দারা তো বটেই, উচ্ছ্বসিত পর্যটকেরাও (Excited Tourists)। একইসঙ্গে শীতে জবুথবু শ্রীনগর ও গুলমার্গ সহ জম্মু ও কাশ্মীরের নানা প্রান্ত। আগামী ৮ ডিসেম্বর ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ভূস্বর্গে, এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর (Meteorological Department)। তুষারপাতের জেরে বেশ কয়েকটি জায়গায় সাময়িক ভাবে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় (Road Closed Due To Snow)। তবে রাস্তা পরিষ্কার করার পর আবার যান চলাচলও শুরু হয়েছে বলে সূত্রের খবর। গত নভেম্বর মাসেই তিনবার তুষারপাত হয়েছে কাশ্মীরে, ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। রাতের তাপমাত্রা নিয়মিতভাবে রয়েছে শূন্য থেকে মাইনাস পাঁচের মধ্যে (Zero To minus Five Degrees)।
আরও পড়ুন: Bangladesh News: পদ্মাপারে ভারতের জাতীয় পতাকার অসম্মান, বাংলাদেশিদের বয়কট রাজ্য সরকারের
জঙ্গিহানা জম্মু-কাশ্মীরে (Terrorism In Jammu And Kashmir)
একদিকে যখন কুপওয়ারাতে তুষারপাত উপভোগ করছেন পর্যটকরা, তখন ফের জঙ্গিহানা জম্মু-কাশ্মীরে (Terrorism In Jammu And Kashmir)। শ্রীনগরের হারওয়ানে সোমবার থেকে শুরু হয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই (Gunfight Between Army And Militants)। এদিন গোপন সূত্রে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পায় সেনাবাহিনী। সোমবার সন্ধ্যায় হারওয়ান এলাকায় অভিযানে নামে সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশ (CRPF And Jammu And Kashmir Police)।
রাতেই শুরু হয় চিরুনি তল্লাশি। তল্লাশি চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে বলে অভিযোগ, পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা রক্ষীরাও। মঙ্গলবার ভোরে দাচিগামের জঙ্গল থেকে উদ্ধার হয় এক জঙ্গির দেহ (The Body Of The Militant Was Recovered From The Forest)। জঙ্গলে আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের। এলাকা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি (A Comb Search Has Started)।
ধ্বংস জঙ্গিদের ডেরা (Destroy The Camp Of Militants)
বিগত কয়েকমাস ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকা। গত ২৩ নভেম্বর নিরাপত্তাবাহিনীর অভিযানে (Operation Of The Security Forces) বারামুলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র (A Large Quantity Of Firearms Was Recovered)। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গিদের ডেরা। তবুও ভূস্বর্গে অব্যাহত জঙ্গি কার্যকলাপ।