ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেবের (Dev) সাথে শত্রুতা করবেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ! এমনটাই বলছে টলিপাড়ার (Dev-Anirban) গুঞ্জন। চলতি বছরের পুজোতেই আসছে দেবের ছবি ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) । ইতিমধ্যেই সেই ছবির ঘোষণা হয়ে গিয়েছে। কাজ চলছে রমরমিয়ে। আর সেই রঘু ডাকাতেই নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য।
চলছে ফিসফাস (Dev-Anirban)
বেশ কিছুদিন ধরে টলিপাড়ার ফিসফাস বলছে, পর্দায় দেবের সঙ্গে টক্কর দেবেন অভিনেতা অনির্বাণ (Dev-Anirban)। তবে কি সত্যি, তিনি দেবের হাত ধরলেন? কিছুদিন আগেই দেবের প্রযোজনায় তৈরি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ মুক্তির আগে অনির্বাণ ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে, তিনি অভিনয় করবেন রঘু ডাকাতে।
প্রাথমিক পর্যায়ে আলোচনা (Dev-Anirban)
খাদানে দেখা গিয়েছিল দেব আর যীশু সেনগুপ্তের দুর্ধর্ষ অ্যাকশন। এবার রঘু ডাকাতে সেই অ্যাকশন মুডে দেবের সঙ্গে দেখা যাবে অনির্বাণকে (Dev-Anirban)। এমনটাই মনে করছেন অনেকেই। শুধু তাই নয়, প্রাথমিক পর্যায়ে এই বিষয়ে কথাও হয়েছে।
খল চরিত্রে অনির্বাণ
যদিও এই প্রথম নয়। এর আগেও এসভিএফ প্রযোজিত ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে অনির্বাণকে দেখা গিয়েছিল। রঘু ডাকাতের পরিচালক-প্রযোজক কিন্তু সেই একই। ধ্রুবর সঙ্গে দেব মিটিংও সেরে ফেলেছেন। আর তখন থেকেই টলিপাড়ার অন্দরে একটাই প্রশ্ন, নায়কের চরিত্রে যদি দেব থাকেন, তাহলে খল চরিত্রে কে থাকবেন? এক্ষেত্রে অনির্বাণের এন্ট্রির খবরে, ছবি নিয়ে বেড়েছে উত্তেজনার পারদ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রঘু ডাকাতের ফার্স্ট লুক।
আরও পড়ুন: Pori Moni: বাংলাদেশ নিরাপদ নয়! সিনেমা বিনোদন বন্ধ করে দেওয়ার দাবি পরীমনির
সৃজিতকে ছেড়ে দেবের হাত ধরলেন অনির্বাণ!
প্রসঙ্গত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর সদ্য মুক্তি পাওয়া ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অনির্বাণকে নির্বাচন করেছিলেন। কিন্তু অনির্বাণ সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি। তাঁর জায়গায় অভিনয় করেন পরমব্রত। যদিও অনির্বাণের ক্ষেত্রে এই প্রথম নয়। সৃজিত ছাড়াও এর আগে নাকি তিনি বহু পরিচালকের প্রস্তাব ফিরিয়েছিলেন। তখন অনেকেই বলতে থাকেন, আসলে বড় বড় অভিনেতাদের ভিড় একটু এড়িয়ে চলছেন অনির্বাণ। কারণ ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে একগুচ্ছ স্টারকাস্ট ছিল। যদি তাদের মধ্যে হারিয়ে যান, এই শঙ্কাতেই কিছুটা পিছু হটেছিলেন তিনি।
আরও পড়ুন: Janhvi-Khushi Wedding Plan: বিয়ে করছেন জাহ্নবী আর খুশি! সংসার সাজাবেন শ্রীদেবীর মতো
উঠছে প্রশ্ন
প্রশ্ন উঠছে, অনির্বাণ কি তাহলে সৃজিতকে ছেড়ে এবার দেবের হাত ধরলেন? যদিও রঘু ডাকাতে অনির্বাণকে দেখা যাবে কি যাবে না, এই বিষয়ে ছবির টিম কিংবা অনির্বাণ এখনও কিছু বলেননি। দুই পক্ষই মুখে কুলুপ এঁটেছে। সোজা কথায় এই গুঞ্জনে এখনও শিলমোহর পড়েনি।