ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়দিনে টলিউডের (Tollywood) সুপারস্টার দেবের (Superstar Dev) জন্মদিন (Dev Birthday)। আর অপরদিকে বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে ‘খাদান’। টলিউড সুপারস্টারের জন্মদিন একটু স্পেশাল হবে, সেটাই তো স্বাভাবিক। তাঁর ভিডিও স্পেশাল ভাবেই শেয়ার করা হলো দেবের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তবে অভিনেতা হিসেবে সেখানে দেবকে দেখা গেল না। একদম অন্য ভূমিকায়, দেবকে দেখলেন তাঁর ভক্তরা।
স্পেশাল ভিডিয়োয় অন্য রূপে দেব (Dev Birthday)
‘রাজার রাজা’ হয়ে বাংলার বক্স অফিসে কামব্যাক করেছেন দেব। ইতিমধ্যেই তাঁর ‘খাদান’ ব্যবসা করে ফেলেছে প্রায় চার কোটি টাকা। কিন্তু জানেন কি? খাদানে শুধুমাত্র নায়ক কিংবা প্রযোজক নন, তিনি এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর। এতদিন খাদান ছবি নিয়ে এত কথা হচ্ছে। এত আলোচনা হচ্ছে। এখন টলিউডের হট টপিক খাদান। যেখানে বারংবার প্রযোজক হিসেবে, অভিনেতা হিসেবে, দেবের নাম এসেছে। টলিউডের সুপারস্টার বলে কথা। কিন্তু একবারও কি শুনেছিলেন? যে খাদান ক্রিয়েটিভ ডিরেক্টর (Creative director) ছিলেন দেব (Dev Birthday)! সে কথা জানিয়ে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর পক্ষ থেকে শেয়ার করা হল, একটি স্পেশাল ভিডিয়ো। বলা ভালো, সুপারস্টারের বার্থডে স্পেশাল ভিডিয়ো।
ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় দেব (Dev Birthday)
ভিডিয়োতে স্পষ্ট , দেব নিখুঁত ভাবে পালন করছেন ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকা। এই ভিডিয়ো দেব ভক্তদের জন্য একটা বড় উপহার। দেবের প্রতি তাদের ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল। ভিডিয়োতে দেখতে পাওয়া যাচ্ছে,খাদানের শুটিং চলাকালীন দেব (Dev Birthday) একজন সৃজনশীল পরিচালকের ভূমিকায়, কিভাবে কাজ করছেন। সেই কাজে নিজেকে মগ্ন রেখেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “তোমার দৃষ্টিভঙ্গি, প্যাশন আর সীমাহীন এনার্জি আমাদের প্রতিদিন অনুপ্রেরণা যোগায়। যেমন অনস্ক্রিনে তেমনি অফস্ক্রিনে। আজ সেই মানুষটার সেলিব্রেশন। যিনি নিজের অসামান্য প্রতিভা দিয়ে একাধারে অভিনেতা, প্রযোজক আর এবার ক্রিয়েটিভ ডিরেক্টর”।
আরও পড়ুন: Sunidhi Chauhan: কলকাতার প্রেমে পড়লেন সুনিধি চৌহান, রাতে চলল ‘রক অ্যান্ড রোল’
আগামীতে দেবের বড় ধামাকা
শোনা যায়, টলিউডে এই মুহূর্তে সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডার সুপারস্টার দেব। খাদানের মাধ্যমে তিনি নতুন মাইলস্টোন তৈরি করেছেন। মাত্র চার দিনে ছবিটি আয় করে ফেলেছে ৪ কোটির বেশি। এখনও ভক্তদের মধ্যে যে উৎসাহ, ছবিটি পাঁচ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলা কোনও ব্যাপারই নয়। এমনটাই মনে করছেন দেব অনুরাগীরা। এর আগেও একটি লাইভ ভিডিওতে দেব বলেছিলেন, ছবিটির বাজেট যদি ৬ কোটি হয়, তাহলে তিনি তার সঙ্গে আরও টাকা যোগ করে, নতুন ছবি বানাবেন। টাকা নিয়ে বাড়ি যাবেন না। খাদানের সাফল্য বলে দিচ্ছে, আগামীতে দেব আরও বড় ধামাকা দেখাতে চলেছেন।
আরও পড়ুন: Aamar Boss: বহুরূপীর পর আবার নন্দিতা-শিবপ্রসাদ জুটির ম্যাজিক, ‘আমার বস’ এর মুক্তি কবে?
দেবের হাত ধরে ফিরছে পুরনো দিন
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর বাংলা বক্স অফিসে একসঙ্গে রিলিজ করেছে চারটে বাংলা ছবি। যখন বারংবার বলা হচ্ছিল, অন্য ভাষার ছবি অর্থাৎ সরাসরি বললে ‘পুষ্পা ২’ এর কারণে নাকি বাংলা ছবি হল পাচ্ছিল না। ক্ষোভ প্রকাশ করেছিলেন দেব। কিন্তু মুক্তির ১২ ঘণ্টা আগেই সেই চিত্রটা বদলে যায়। চলে রাজার দাপট। দেব ভক্তরা বলছেন, দেবের হাত ধরে বাংলার কমার্শিয়াল সিনেমা আবার সেই পুরনো ফর্মে ফিরল।