Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) স্টার প্লাস চ্যানেলে ‘সাথ নিভানা সাথিয়া’ (Saath Nibhaana Saathiya) ধারাবাহিকে ‘গোপী’ চরিত্রে অভিনয় করার জন্য বেশ পরিচিত। ২০২২ এ শাহনাওয়াজ শেখকে বিয়ে করে চর্চায় উঠে আসেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। শাহনাওয়াজ ছিলেন একজন জিম প্রশিক্ষক। তিনি মুসলিম ধর্মের হলেও অভিনেত্রী ছিলেন হিন্দু। বিয়ের পর নিজের ধর্ম পরিবর্তন করেননি অভিনেত্রী। বিয়ের পরও নিজের ধর্মের রীতিনীতি পালন করে গিয়েছেন। অভিনেত্রী এই প্রথম তাঁর ছেলে জয়ের মুখ প্রকাশ্যে আনেন। অভিনেত্রীর বাড়িতে কি অনুষ্ঠান ছিল? কারা কারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে?
বাঙালি রীতি মেনে অনুষ্ঠান (Devoleena Bhattacharjee)
অভিনেত্রী দেবলীনা (Devoleena Bhattacharjee) বাঙালি রীতি মেনে ছেলের অন্নপ্রাশনের আয়োজন করেন। অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। এই প্রথম ছেলের মুখ দেখালেন তিনি। ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? ছবিতে দেখা গিয়েছে , অভিনেত্রী দেবলীনার সাথে ছোট্ট জয় ও দেবরের সাথে স্বামী শাহনাওয়াজকে। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রীর পরিবারের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা।
অনুষ্ঠান সজ্জা (Devoleena Bhattacharjee)
অভিনেত্রী (Devoleena Bhattacharjee) পুত্রের নাম রাখেন জয়। একেবারে বাঙালি প্রথা মেনে অনুষ্ঠানের আয়োজন। আর ছোট্ট জয়কে দেখা গিয়েছে বর বেশে। অর্থাৎ সাদা ধুতি – পাঞ্জাবি, মাথায় টোপর পরা ও কপালে চন্দনের টিপ পরা অবস্থায়। তবে অভিনেত্রী ছোট্ট জয়ের নজর না লাগার জন্য কালো টিপ পরাতে ভোলেননি। পুত্রের বাবা শাহনাওয়াজ পরেছিলেন পাঞ্জাবি। অপরদিকে দেবলীনা পড়েছিলেন বাদামী রঙের শাড়ি, সাথে হালকা সোনার গয়না।
আরও পড়ুন: Puja Banerjee: সব হারিয়ে নিঃস্ব পূজা ব্যানার্জি! আগামী দিনের চিন্তায় অভিনেত্রী
প্রথম ভাত খাওয়ানো
অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee) অন্নপ্রাশনের ছবিগুলি পোস্ট করার সাথে এও জানিয়েছেন, হৃদয়ের থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে প্রিয় পুত্রের জন্য অন্নপ্রাশনের আয়োজন করেছেন। ছোট্ট জয়ের মুখে ভাত তুলে দেন দেবলীনার ভাই। অর্থাৎ প্রথমবার ছেলে জয়কে ভাত খাওয়ালেন। অভিনেত্রীর মতে, মা অন্নপূর্ণা যেন ছেলে জয়কে স্বাস্থ্য, জ্ঞান ও পূর্ণ জীবন দান করেন। এই অনুষ্ঠান তাঁদের জীবনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: Rahul-Prity: হাসপাতালে ভর্তি একরত্তি, বিষণ্ন মুখে প্রীতি ! বললেন “৩ দিন ধরে….”
জনপ্রিয়তা
প্রসঙ্গত ২০১৯ সালে অভিনেত্রী ‘বিগ বস ১৩’ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী। তিনি ভিন্ন ধর্মে বিয়ে করে তুমুল ট্রোলের মুখে পড়েছিলেন। তবে সেই ট্রোলারদের পাত্তা না দিয়ে অভিনেত্রী বলেছিলেন, “আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমি বুঝব! আপনি কে?” তাছাড়া তিনি হিন্দি ছোটপর্দায় গোপী বউয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান।