Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেব-শুভশ্রী অভিনীত ‘ধুমকেতু’ নিয়ে জল্পনা। দেব (Dev) আর শুভশ্রী (Subhashree Ganguly) জুটি বেঁধে অনেক ছবি করেছেন। কিন্তু এত ছবি করলেও, একটা ছবি রিলিজ হয়নি (Dhumketu)। মাঝে রয়ে গিয়েছে বহু জট। এবার সেই ছবির প্রযোজক বললেন, ছবিটি রিলিজ করা যেতে পারে। ছবিটির নাম ‘ধুমকেতু’ (Dhumketu)।
আট বছর কেটে গেলে দেব-শুভশ্রী অভিনীত এই ‘ধুমকেতু’ নিয়ে জল্পনার শেষ নেই। প্রচুর আলোচনা হয়েছে। পরবর্তী কালে দেব-শুভশ্রী জুটি অভিনীত হয়ত কোনও ছবি রিলিজ হয়নি। কিন্তু তাঁরা দুজনে স্বতন্ত্র ভাবে প্রচুর ছবি করেছেন। ‘ধুমকেতু’ কেন রিলিজ হল না? সম্প্রতি ‘খাদান’ (Khadaan) আর ‘সন্তান’ (Santan) এর আবহে ‘ধুমকেতু’ প্রযোজকের বড় বার্তা। নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা লিখলেন।
ছবি মুক্তির অপেক্ষায় সিনে প্রেমীরা (Dhumketu)
সময়টা তখন ২০১৬ সাল। রানা সরকার প্রযোজিত ছবি ‘ধুমকেতু’ (Dhumketu) পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। কিন্তু ছবিটি এখনও মুক্তি পায়নি। অনেকেই আবার ধরে নিয়েছেন, ছবিটি মুক্তি পাবে না। আবার অপরদিকে দেব এবং শুভশ্রীর জুটি যারা পছন্দ করেন, সেই সমস্ত সিনে প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে ছবিটি মুক্তি পাবে।
আরও পড়ুন: Raj Chakroborty: ভুল বুঝছে মানুষ, খাদান নিয়ে রাজ খারাপ কথা বলেননি!
প্রযোজকের বার্তা (Dhumketu)
বড়দিনের মরশুমে যখন ‘খাদান’ আর ‘সন্তান’কে কেন্দ্র করে চারিদিকে হই হুল্লোড়, দর্শকদের মধ্যে তুমুল উচ্ছ্বাস। তখন ‘ধুমকেতু’র (Dhumketu) প্রযোজক রানা সরকার ফেসবুক পোস্ট করলেন। লিখলেন, ধুমকেতু রিলিজ হবে, খাদান আর সন্তান দুটো সিনেমা সুপারহিট হলে। দেব আর শুভশ্রীকে, দুজনকেই সুপারহিট করতে হবে। দেব-শুভশ্রীর ফ্যান দেব- শুভশ্রী জুটির শেষ সিনেমা রিলিজ করাতে হলে, সকলকে সিনেমা হলে গিয়ে দুটো সিনেমাকে সুপারহিট করুন। বলে বার্তা দিলেন তিনি।
বড় সমস্যার জট
অনেকেই মন্তব্য করেছেন, তারা চাইছেন ছবিটি রিলিজ হোক। আবার অনেকের গলায় অনেকটা অভিযোগের সুর। অভিমানের সুর। বক্তব্য, প্রযোজক বহুবার বলেছেন ছবি রিলিজ করবেন। কিন্তু কেন করছেন না? আসলে অন্দরে অন্দরে বড় সমস্যার জট। কেন যে ছবিটি রিলিজ করা যাচ্ছে না, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Mukesh Khanna: রামকে পার্টি মদ্যপান ছাড়তে হবে, মুকেশের টার্গেটে রণবীর!
মুক্তিতে আগ্রহী প্রযোজক
ছবি মুক্তিতে আগ্রহী প্রযোজক সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবির প্রযোজক জানিয়েছেন, তিনি খুবই গরীব প্রযোজক। যদি দেখেন দেবের একটা সিনেমা এবং শুভশ্রীর একটা সিনেমা সুপারহিট হচ্ছে, তখন ইনভেস্ট করার সাহস পাবেন। ‘খাদান’ আর ‘সন্তান’ হিট করলে ‘ধুমকেতু’ রিলিজ করাবেন। তাহলে বুঝবেন, দেব আর শুভশ্রীর একটা মার্কেট আছে। সেই ভেবেই তিনি টাকা পয়সা ইনভেস্ট করবেন। এর আগেও একটি সাক্ষাৎকারে দেবকে বলতে শোনা গিয়েছিল, তিনি ভীষণ ভাবে চান ‘ধুমকেতু’ রিলিজ করুক।